Day: জানুয়ারি ১৩, ২০২৩
জাতীয় সংগীত অবমাননা মামলায় স্বস্তিতে মমতা
জাতীয় সংগীত বিতর্কে স্বস্তিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে জাতীয় সংগীত অবমাননার মামলায় যে সমন পাঠানো হয়েছিল, তা বৈধ নয় বলে জানিয়েছেন মুম্বাইয়ের বিশেষ আদালত। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সেই সমন খারিজ করে দেওয়া হয়েছে।
২০২১ সালের ১ ডিসেম্বর মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে এসেছিলেন মমতা। সেখানে জাতীয় সংগীত বেজে উঠলে তৃণমূল নেত্রী উঠে দাঁড়াননি বলে অভিযোগ তুলেন বিজেপি নেতা বিবেকানন্দ গুপ্তা। এ বিষয়ে বিবেকানন্দ ম্যাজিস্ট্রেট কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। জাতীয় সম্মানের অবমাননাবিরোধী আইনের আওতায় মমতার বিরুদ্ধে এএফআইআর দায়েরের আবেদন জানিয়েছিলেন বিজেপি নেতা।
তার অভিযোগের ভিত্তিতে মমতার বিরুদ্ধে সমন জারি করেছিলেন মুম্বাইয়ের মাঝগাঁও নগর দায়রা আদালত। পরে ওই সমনের বিরুদ্ধে বিশেষ আদালতে রিভিউ পিটিশন দাখিল করেছিলেন মমতা।
উভয়পক্ষের শুনানি শেষে মমতার বিরুদ্ধে যে সমন জারি করা হয়েছিল তা খারিজ করে দেন মুম্বাইয়ের বিশেষ আদালত।
আদালতের বিচারক আর এন নোকাডে জানান, মুম্বাইয়ের মাঝগাঁও নগর দায়রা আদালতের বিচারক নির্ধারিত নিয়ম অনুসরণ করেননি। অভিযোগ যাচাইপর্ব থেকে ম্যাজিস্ট্রেটকে ওই পিটিশন নিয়ে এগিয়ে নিয়ে যেতে বলেন। সেইসঙ্গে মমতার বিরুদ্ধে সমন জারির প্রক্রিয়ার বিষয়টি নতুন করে বিবেচনা করে দেখতে ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন।
দেশের সর্ববৃহৎ জুমার জামাত হবে টঙ্গীর তুরাগ তীরে
গাজীপুর প্রতিনিধি
আজ দেশের সর্ববৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত হবে টঙ্গীর তুরাগ নদের তীরের বিশ্ব ইজতেমা ময়দানে। দুপুর দেড়টায় কাকরাইলের মুরুব্বি মাওলানা জোবায়ের এ জুমার নামাজে ইমামতি করবেন।
বিষয়টি নিশ্চিত করে ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক মুফতি জহির ইবনে মুসলিম বলেন, শুক্রবার (১৩ জানুয়ারি) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে প্রথম দিনের ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। ইজতেমা মাঠে চলছে পবিত্র কোরআন-হাদিসের আলোকে বয়ান।
তিনি আরও বলেন, আজ দেশের সর্ববৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত হবে ইজতেমা ময়দানে। যার ইমামতি করবেন কাকরাইলের মুরুব্বি মাওলানা জোবায়ের।
এদিকে বৃহত্তম জুমার এ নামাজে অংশ নিতে তাবলিগের মুসুল্লি ছাড়াও গাজীপুর ও আশপাশের জেলা থেকে বৃহস্পতিবার রাতেই ইজতমা ময়দানে মুসল্লিরা অবস্থান নিয়েছেন। এছাড়া আজ শুক্রবার অনেক মুসুল্লি ভোর থেকেই টঙ্গীর উদ্দেশ্যে রওনা হয়েছেন। জুমার নামাজ শুরুর আগ পর্যন্ত এই জামাতে অংশ নিতে মুসল্লিরা আসতে থাকেন।
পরিবহন সংকটে অনেকেই জুমার নামাজে অংশ নিতে পায়ে হেঁটে রওনা দিয়েছেন। ১৬০ একরের পুরো ইজতেমা ময়দান ছাপিয়ে কামারপাড়া, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের অলি-গলিতেও জুমার নামাজে অংশ নেবেন মুসুল্লিরা।
পরপর দুই বছর ইজতেমা না হওয়ায় এবারের ইজতেমায় সাধারণ মুসুল্লিরাও উৎসাহ-উদ্দীপনা নিয়ে আগেভাগেই অবস্থান নিয়েছেন এবং অধিক সংখ্যক মুসুল্লি উপস্থিত হয়েছে।
প্রায় ১ বর্গকিলোমিটারের বিশাল মাঠটিকে বাঁশের খুঁটির ওপর চটের ছাউনির প্যান্ডেলে মুসুল্লিদের বয়ান শোনার জন্য লাগানো হয়েছে বিশেষ ছাতা-মাইক। লাগানো হয়েছে পর্যাপ্ত বৈদ্যুতিক বাতি। দেশীয় তাবলিগের মুসুল্লিদের জন্য জেলা অনুসারে আলাদা ৯১ ভাগে (খিত্তায়) ভাগ করা হয়েছে। শীত উপেক্ষা করে মঙ্গলবার রাত থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসুল্লিরা ইজতেমা ময়দানে নির্ধারিত খিত্তায় এসে অবস্থান নিয়েছেন। বুধবার সন্ধ্যার আগেই প্রায় পুরো ময়দান পূর্ণ হয়ে যায়।
বিদেশি মুসল্লিদের জন্য মাঠের উত্তর-পশ্চিম কোণে আধুনিক সুবিধা-সম্বলিত আলাদা থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। পুরো ময়দান এলাকায় থাকছে গাজীপুর জেলা প্রশাসন, গাজীপুর সিটি করপোরেশন, পুলিশ, র্যাবের কন্ট্রোলরুম।
প্রথম দিন বয়ান করবেন যারা
ইজতেমার মুরুব্বি শহিদুল ইসলাম জানান, বাদ জুমা ইজতেমায় বয়ান করবেন মাওলানা ইসমাইল, বাদ আছর মাওলানা জুবায়ের এবং বাদ মাগরিব মাওলানা আহামদ ও ওমর ফারুক বয়ান করবেন।
এসব শীর্ষস্থানীয় মুরুব্বিদের বয়ানে কাটবে বিশ্ব ইজতেমায় প্রথম পর্বে অংশ নেওয়া লাখ লাখ মুসুল্লির প্রথম দিন। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত এভাবেই প্রতিদিন পর্যায়ক্রমে শীর্ষস্থানীয় মুরুব্বিরা বয়ান করবেন।
ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় মেসি, নেই রোনালদো
২০২২ সালের সেরা ফুটবলারের লড়াইয়ে এগিয়ে থাকা ১৪ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। যেখানে জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক লিওনেল মেসি। একইসঙ্গে ব্রাজিলকে কোয়ার্টার ফাইনালে নিয়ে যাওয়া নেইমার ও ভিনিসিয়ুসও আছেন এই তালিকায়। রয়েছেন রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো করিম বেনজেমাও। তবে তালিকায় নেই পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
গত বছর লিওনেল মেসির সবচেয়ে বড় অর্জন বিশ্বকাপ জয় করা। ৩৬ বছর পর নিজের দেশ আর্জেন্টিনাকে এই শিরোপা জেতানোর যাত্রায় এই ফরোয়ার্ডের অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রতি ম্যাচেই তিনি গড়েছেন কোনো না কোনো রেকর্ড। যার মধ্যে উল্লেখযোগ্য কীর্তি ছিল তিন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা, পেলে, গাব্রিয়েল বাতিস্ততাকে ছাড়িয়ে যাওয়া।
এদিকে ইনজুরির কারণে বিশ্বকাপের স্কোয়াডে নাম ছিল না করিম বেনজেমার। শেষদিকে ইনজুরি কাটিয়ে উঠলেও ফ্রান্সের হয়ে এই প্রতিযোগিতায় জায়গা হয়নি তার। যদিও গুঞ্জন উঠে কোচের সাথে দ্বন্দ্বের কারণেই এমনটা হয়। শেষ পর্যন্ত রাগে জাতীয় দল থেকেই অবসর নিলেন। কিন্তু ক্লাবের হয়ে ক্যারিয়ারের সেরা বছর কাটিয়েছেন তিনি।
গত বছর রিয়াল মাদ্রিদের হয়ে বেনজেমার শুরুটা যেমন দারুণ হয়, শেষটাও হয় রঙিন। চ্যাম্পিয়ন্স লিগে নাটকীয় সব জয়ের নায়ক ছিলেন তিনি। দল যখন হারার দ্বারপ্রান্তে, তখনই গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন। রূপকথার সব প্রত্যাবর্তণে লস ব্লাঙ্কোসদের জেতান চ্যাম্পিয়ন্স লিগ। একই সঙ্গে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপও জেতেন তিনি। ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলদাতা বেনজেমাই তাইতো গত বছর পান ক্যারিয়ারে প্রথম ব্যালন ডি’অর।
এদিকে স্প্যানিশ জায়ান্টদের হয়ে এই দুর্দান্ত যাত্রায় কম অবদান ছিলো না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রেরও। তাইতো সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন তিনিও। একই সঙ্গে পিএসজির হয়ে আরেক ব্রাজিলিয়ান নেইমার জুনিয়রের মৌসুমটা শুরু হয়েছে স্বপ্নের মতো। গোল-অ্যাসিস্টে ধারাবাহিকতা বজায় রেখে জাতীয় দলের হয়ে আসেন বিশ্বকাপে। সেখানেও দেখান পায়ের যাদু। যদিও কোয়ার্টার ফাইনালে স্বপ্নভঙ্গ হয়। তবে নেইমারের যে দুর্দান্ত ফর্ম; তাতেই জায়গা করে নিয়েছেন সংক্ষিপ্ত তালিকায়।
একনজরে ‘ফিফা দ্য বেস্ট’র সংক্ষিপ্ত তালিকা:
১. হুলিয়ান আলভারেস (আর্জেন্টিনা/ম্যানচেস্টার সিটি)
২. করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ/ফ্রান্স)
৩. জুডে বেলিংহাম (বরুসিয়া ডর্টমুন্ড/ইংল্যান্ড)
৪. কেভিন ডি ব্রুইনা (ম্যানচেস্টার সিটি/বেলজিয়াম)
৫. আর্লিং ব্রট হালান্ড (বরুশিয়া ডর্টমুন্ড/ম্যানচেস্টার সিটি/নরওয়ে)
৬. আশ্রাফ হাকিমি (পিএসজি/মরক্কো)
৭. রবের্ত লেভানডোভস্কি (বায়ার্ন মিউনিখ/বার্সেলোনা/পোল্যান্ড)
৮. সাদিও মানে (লিভারপুল/বায়ার্ন মিউনিখ/সেনেগাল)
৯. কিলিয়ান এমবাপ্পে (পিএসজি/ফ্রান্স)
১০. লিওনেল মেসি (পিএসজি/আর্জেন্টিনা)
১১. লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ/ক্রোয়েশিয়া)
১২. নেইমার জুনিয়র (পিএসজি/ব্রাজিল)
১৩. মোহামেদ সালাহ (লিভারপুল/মিশর)
১৪. ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ/ব্রাজিল)