বহুল প্রচলিত ক্ষুদ্র ঋণের সাথে জড়িত প্রতিষ্ঠান বাংলাদেশ আইডিয়াল সোসাইটি ইমপ্রুভমেন্ট ফাউন্ডেশন (বিসিফ) অবশেষে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথোরিটির সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান আদর্শ ফাউন্ডেশনে রূপান্তরিত হয়েছে । বিসিফ এর ক্ষুদ্র ঋণ কার্যক্রমের অনুমোদন না থাকায় নতুনভাবে ক্ষুদ্র ঋণের অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠান আদর্শ ফাউন্ডেশনের মাধ্যমে তারা এই কার্যক্রম পরিচালনা করবেন বলে জানিয়েছেন বিসিফ এর নির্বাহী পরিচালক মো: জোহরুল ইসলাম । ইতিমধ্যেই চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবস্থিত বিসিফ এর কার্যালয় গুলোতে বিসিফ এর সাইনবোর্ড সরিয়ে আদর্শ ফাউন্ডেশনের সাইনবোর্ড ঝুলানো হয়েছে ।
বিসিফ এর নির্বাহী পরিচালক মো: জোহরুল ইসলাম বলেন, মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথোরিটির সনদ না থাকায় আমরা বিসিফ নামক প্রতিষ্ঠানের সকল কার্যক্রম আদর্শ ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালনা করব । বিসিফ এর মোট ২১ টি শাখার প্রত্যেকটিতেই আমরা আদর্শ ফাউন্ডেশনের সাইনবোর্ড দিয়েছি । প্রথমত আমরা গোদাগাড়ি উপজেলার ৭ টি শাখার মাধ্যমের আদর্শ ফাউন্ডেশনের কার্যক্রম শুরু করেছি, বর্তমানে শিবগঞ্জের কয়েকটি শাখার কাজও আদর্শ ফাউন্ডেশনের মাধ্যমে শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে আমরা ২১ টি শাখারই সকল কার্যক্রম আদর্শ ফাউন্ডেশনের মাধ্যমেই পরিচালনা করব ।