শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
শিবগঞ্জে ফসলি জমির মাটি কাটার কাজ গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চর কানছিড়া এলাকায় এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হায়াত। জানা গেছে- গত এক সপ্তাহ থেকে উপজেলার চর কানছিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে তিন ফসলি জমির কাটা কাজ শুরু করে স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট। এতে হুমকিতে পড়ে পাশর্^বর্তী ফসলি জমি ও বিদ্যালয়টি। অতিরিক্ত মূল্যের প্রলোভন দেখিয়ে চর কানছিড়া গ্রামের মৃত তোবজুল হকের ছেলে সোনাদ্দি ও আট রশিয়া গ্রামের বিয়ন মন্ডলের ছেলে দুরুল হোদার নিকট ফসলি জমির মাটি ক্রয় করে ওই প্রভাবশালী সিন্ডিকেট। সিন্ডিকেটের মূলহোতা লক্ষীপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. নবী ও মৃত মোফাজ্জল হোসেনের ছেলে ইসমাইল হোসেনের পরিচালনায় মাটি কাটার কাজ শুরুর খবর পেয়ে স্থানীয় প্রশাসন তাৎক্ষণিক অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন অকেজো করে দেয়। পরবর্তীতে প্রশাসনের অভিযানকে বৃদ্ধগুলি দেখিয়ে আবারো রাতের আধারে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবাধে চলে ফসলি জমির মাটি কাটার কাজ। এতে যুক্ত হয় আরও দুটি ড্রেজার ও প্রায় ২০টি ট্রাক্টর। মাটিবাহী ট্রাক্টর পরিবহণের ফলে আট রশিয়া বেঁড়ি বাঁধ হতে বোগলাউড়ি পাকা সড়ক হুমকির মুখে পড়ে। ইতোমধ্যে সড়কের অনেক জায়গায় ফাটল ও ভাঙন দেখা দিয়েছে। শনিবার রাতে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হায়াতের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল অভিযান চালিয়ে ফসলি জমির মাটি কাটার কাজ গুড়িয়ে দেওয়ার পাশাপাশি ৮-১০টি ট্রাক্টর ও দুটি ড্রেজার মেশিন অকেজো করে দেয়া হয়। বন্ধ করা হয় মাটি কাটার কাজ। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হায়াত জানান, ফসলি জমির মাটি কেটে পুকুর খনন বা মাটি বিক্রি করা যাবে না। এমনকি জমির শ্রেণি পরিবর্তন করা যাবে না। প্রশাসন এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। প্রতিনিয়ত অভিযান পরিচালনা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রাতে বোগলাউড়ি-চর কানছিড়া এলাকায় অভিযান চালিয়ে ৮ থেকে ১০টি ট্রাক্টর ও দুটি ড্রেজার মেশিন অকেজো করা হয়েছে। ভবিষ্যতে এ ধরণের অপরাধ করলে প্রশাসন কঠোর আইনানুগত ব্যবস্থা গ্রহণ করবে।
Day: জানুয়ারি ৮, ২০২৩
নিষেধাজ্ঞা ঠেকাতে রাষ্ট্রদূতদের প্রস্তুত থাকার নির্দেশ
ঢাকা: সরকারি সংস্থা ও ব্যক্তির ওপর কোনো কারণে নিষেধাজ্ঞা আসতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করে সেই নিষেধাজ্ঞা ঠেকাতে প্রস্তুত থাকার লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাষ্ট্রদূতদের প্রতি পাঠানো এক চিঠিতে এই আহ্বান জানানো হয়।
২০২৩ সালে রাষ্ট্রদূতদের করণীয় সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। গত ৩১ ডিসেম্বর পাঠানো ওই চিঠিতে বিদেশে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূতদের প্রতি সাতটি নির্দেশনা দিয়েছেন তিনি। সেই নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ‘যেকোনো কূটনীতিক মিশনের মৌলিক কাজ হচ্ছে, সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে গভীর সম্পর্ক বজায় রাখার মধ্য দিয়ে দৈনন্দিন কাজ এগিয়ে নেওয়া। তবে বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপটে আরও বাড়তি কাজের চাহিদা রয়েছে। ’
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, ‘আমাদের একটি বিশেষায়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের ওপর একতরফা নিষেধাজ্ঞা এসেছে। সরকার ও তার প্রতিষ্ঠানগুলোর ক্ষতিসাধনের উদ্দেশ্যে সরকারি সংস্থা-ব্যক্তির ওপর একই প্রেক্ষাপটে বা অন্য কারণে আরও নিষেধাজ্ঞা আসতে পারে বলে আমাদের বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে। এ জন্য নিষেধাজ্ঞা ঠেকাতে প্রস্তুত থাকার লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি সময় অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। সময়ে সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাদের হালনাগাদ তথ্য ও নির্দেশনা দেবে। ’
উল্লেখ্য, ২০২১ সালে র্যাবের ৭ জন সাতজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এ প্রেক্ষিতে আর যেন কোনো নিষেধাজ্ঞা না আসে, সে বিষয়ে রাষ্ট্রদূতদের নির্দেশনা দেওয়া হয়েছে।
উপনির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে করণীয় সম্পর্কে মতবিনিময় সভা।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ এই মতবিনিময় সভার আয়োজন করে ।
রবিবার (৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় শহরের শহীদ মনিমুল হক সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, সদর আসন-৩ এর উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন ও জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র মো. মোখলেসুর রহমান।
মতবিনিময় সভায় দলীয় নৌকার প্রার্থী আব্দুল ওদুদ কে বিজয়ী করতে করনীয় ও ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন এবং ১২ জানুয়ারি সদর উপজেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলন সফল করার বিষয়ে বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা তাদের মতামত ব্যক্ত করে বক্তব্য দেন। এছাড়া নৌকার প্রার্থী কে বিজয়ী করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আব্দুল ওদুদ কে বিজয়ী করার আহ্বান জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
শিবগঞ্জে শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ ঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরন হয়েছে। শনিবার বিকেলে উপজেলার সত্রাজিতপুর বাজারে এলাকার ৩ শতাধিক দু:স্থ অসহায় পরিবারকে কম্বল বিতরন করেন প্রধান অতিথি সত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শামসুল হক।এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এতে আরও উপস্থিত ছিলেন ইউ সি বি ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক রায়হান আহমেদ খান , লিটমন্ড শিপিং লিমিটেডের এম.ডি., মুহাম্মদ রেজাউল হক ( উলু ) এবং মাসকো গ্রুপের চেয়ারম্যান এম.এ.সবুর । অনুষ্ঠানে সোহেল রানা, সিহাব সহ স্থানীয় যুবকরা শীতবস্ত্র বিতরনে সহযোগী করেন।