সর্বশেষ সংবাদ বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে শিবগঞ্জে লিফলেট বিলি শিবগঞ্জে রমজান উপলক্ষে প্রশাসনের বাজার মনিটরিং শুরু ওসির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারী সেই নারীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন রামজানে পণ্যের দাম বেশি নিলে ব্যবস্থা-  ইউএনও শিবগঞ্জ  ভূমি ও গৃহহীনমুক্ত জেলা হলো  চাঁপাইনবাবগঞ্জ। রহনপুরে পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন সোনামসজিদে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণের স্থান জটিলতা নিরসন চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প নিয়ে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের প্রেসব্রিফিং এমপিওভূক্ত বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান কর্মসূচী

ট্রাকের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৬ যাত্রী নিহত

 

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরার নওডোবা এলাকায় সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছে। ঢাকা-ভাঙ্গা মহাসড়কে মঙ্গলবার ভোর ৪টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী ট্রাকের ধাক্কায় বরিশালগামী অ্যাম্বুলেন্সের ৬ যাত্রী নিহত হয়।

পদ্মা দক্ষিণ থানার এসআই জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অ্যাম্বুলেন্সটি রোগী ও তাদের স্বজনদের নিয়ে বরিশাল থেকে ঢাকায় আসছিল। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে পেছন থেকে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কায় দেয় ট্রাক। এতে ঘটনাস্থলেই নারীসহ ৬ আরোহী নিহত হন। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, অ্যাম্বুলেন্সটি বরিশাল থেকে রোগী ও স্বজনদের নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে জাজিরায় পদ্মা সেতু টোলপ্লাজার কাছে গতিনিরোধক পার হতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এসময় অ্যাম্বুলেন্সটি একটি ট্রাকের পেছনে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়।

পুলিশের ধারণা, অ্যাম্বুলেন্সের চালক ঘুমিয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ট্রাকচালক পালিয়েছেন। তাকে আটকের জন্য পুলিশ কাজ করছে।

অ্যাম্বুলেন্সে যাত্রীদের মধ্যে ছিলেন পটুয়াখালীর বাউফলের জাহানারা বেগম (৫৫), তার মেয়ে লুৎফুন নাহার লিমা (৩২), তাদের স্বজন ফজলে রাব্বী (২৮), মাসুদ রানা (৩৮), অ্যাম্বুলেন্সের চালক রবিউল ইসলাম (২৮), চালকের সহকারী হিরু মৃধা (২৭)। অসুস্থ জাহানারা বেগমকে ঢাকায় নেয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল সবার।

মরদেহগুলো জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

নাচোলের বীরমুক্তিযোদ্ধা ছাহেন মোল্লাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পৌর এলাকার উত্তর সাঁকো পাড়ার বীরমুক্তিযোদ্ধা ছাহেন মোল্লার(৯৬) জানাযা বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে চেয়ারম্যান পাড়া গোরস্থানে দাফন করা হয়। গাড অফ ওয়ানারে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন,ওসি মিন্টু রহমান ও পুলিশ সদস্যবৃন্দ। এছাড়া জানাযা নামাজে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু,ভাইস-চেয়ারম্যান মশিউর রহমান বাবুসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। আজ বেলা সাড়ে ১১টায় বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ছেলে,এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

চাঁপাইনবাবগঞ্জে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃৃতিক কেন্দ্রের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ সারাদেশের ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনের সাথে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে গণভবন ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে ভার্চুয়ালী মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্ম মন্ত্রণালয়ের আয়োজনে এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান এনডিসি। বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলার সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফেরদৌসী ইসলাম জেসী, জেলা প্রশাসক এ কে এম গালিভ খান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোখলেসুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মাহমুদার রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক উপ-পরিচালক মোঃ আবুল কালাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আনিছুর রহমান খান, জেলা সুপার মোঃ মজিবুর রহমান মজুমদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রওশন আলীসহ বীর মুক্তিযোদ্ধাগণ, আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে দোয়া করা হয়। দোয়ায় অংশ নেন উপস্থিত সকলেই।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপ-নির্বাচনঃপ্রচার-প্রচারনা শুরু প্রার্থীদের

গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর- নাচোল-ভোলাহাট)আসনের আসন্ন উপ- নির্বাচনে সোমবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের পর দুপুর থেকে প্রচার-প্রচারনায় নেমে পড়েছেন প্রার্থীরা। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জিয়াউর রহমান সোমবার গোমস্তাপুর ও বোয়ালিয়া ইউনিয়নে জনসংযোগ করেছেন।এছাড়া স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান খুরশিদ আলম বাচ্চু চৌডালা ইউনিয়নে জনসংযোগ করেছেন। এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেয়া আওয়ামী লীগ নেতা রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারের মনোনয়নপত্র গত ৮ জানুয়ারি বাছাইয়ে বাদ পড়ায় এখন গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খুরশিদ আলম বাচ্চু আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিয়াউর রহমানের মূল প্রতিদ্বন্দী হবে বলে অনেকে ধারণা করছেন।এ উপ-নির্বাচনে অন্যপ্রার্থীরা হচ্ছেন, জাতীয় পার্টির আঃরাজ্জাক, বিএনএফের নবীউল ইসলাম ও জাকের পার্টির গোলাম মোস্তফা।

চাঁপাইনবাবগঞ্জে ১০ দফা দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত  মুক্তি ও ১০ দফা দাবি ও বিদ্যুৎতের মূল্য কমানোর দাবিতে এবং বিএনপি নেতা বাইরুল ইসলাম ও যুবদল নেতা আবদুল্লাহ সহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলা সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোমস্তাপুর উপজেলা শাখা ও রহনপুর পৌর শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তোকির সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন রহনপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর  সাদেক হোসেন,৮ নং ওয়ার্ড কাউন্সিলর ইসমাঈল হোসেন, বিএনপি নেতা জুয়েল, আফাজুর রহমান আফাজ, ছাত্রদল নেতা আজিজুল হক, মুরসালিন, জাইদুল ইসলাম, শুভ প্রমূখ।
সভায় বক্তারা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি সহ গোমস্তাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাইরুল ইসলাম ও যুবদল নেতা আবদুল্লাহ সহ সকল রাজবন্দীদের মুক্তির দাবি জানান।

চাঁপাইনবাবগঞ্জের দুটি সংসদীয় আসনে উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
চাঁপাইনবাবগঞ্জ-২ ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) সংসদীয় আসনের উপ-নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। তফশীল অনুযায়ী প্রতীক বরাদ্দের নির্ধারিত দিন সোমবার এ কার্যক্রম সম্পন্ন করেন রিটার্নিং কর্মকর্তারা। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা এ কে এম গালিভ খান এই তথ্য নিশ্চিত করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মুহা. জিয়াউর রহমানকে নৌকা, স্বতন্ত্রপ্রার্থী খুরশিদ আলম বাচ্চু-মাথাল, জাতীয় পার্টির আব্দুর রাজ্জাক-লাঙ্গল, জাকের পার্টির গোলাম মোস্তফা-গোলাপফুল, বিএনএফের নাবীউল ইসলাম- টেলিভিশন প্রতীক বরাদ্দ পেয়েছেন। অন্যদিকে, চাঁপাইনবাবঞ্জ-৩ সদর আসনে আওয়ামীলীগের প্রার্থী আব্দুল ওদুদকে নৌকা, স্বতন্ত্রপ্রার্থী সামিউল হক লিটনকে আপেল এবং বিএনএফে’র কামরুজ্জামান খানকে টেলিভিশন প্রতীক প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। উল্লেখ্য, বিএনপির দুই সংসদ সদস্য পদত্যাগ করলে চাঁপাইনবাবগঞ্জ-২ ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এই দুটি আসনে আগামী ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

গাইবান্ধায় বাস-ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩

 

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে বাস, ট্রাক ও দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

নিহতরা সবাই মোটরসাইকেল আরোহী ছিলেন। নিহতরা হলেন- পলাশবাড়ী উপজেলার কয়ারপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে বিদ্যুৎ সরকার ( ৪২), মির্জাপুর গ্রামের গনেশ চন্দ্রের ছেলে সুভাস চন্দ্র (৩৫) ও জেলার গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর গ্রামের সুভাস চন্দ্রের ছেলে সুমন চন্দ্র (৩৫)।

সোমবার ( ১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কর চৌমাথা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এছাড়াও আহত হয়েছেন আরও দুজন।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে বরকত পরিবহনের বেপরোয়া গতির একটি বাস রংপুরের দিকে যাচ্ছিলো। পথে চৌমাথা মোড়ে বাসটি দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণহীন বাসটির সঙ্গে বিপরীতমুখী পণ্যবাহী একটি ট্রাকের সংঘর্ষ ঘটে। স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত ডাক্তার তাদের মৃত ঘেষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। চালক পালিয়ে গেলেও বাস ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

আফগানিস্তানে সাবেক নারী এমপিকে গুলি করে হত্যা

আফগানিস্তানের কাবুলে দেশটির সাবেক এক নারী সাংসদ ও তার দেহরক্ষীকে গুলি করে হত্যা করা হয়েছে।

নিজ বাড়িতেই তিনি গুলিবিদ্ধ হন বলে জানিয়েছে পুলিশ। বিবিসি।

৩২ বছর বয়সী ওই নারীর নাম মুরসাল নবিজাদা। তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর যে কজন নারী সাংসদ কাবুলে ছিলেন, তাদের মধ্যে তিনি অন্যতম।

রোববারের হামলায় ওই নারীর ভাই এবং তার আরেক নিরাপত্তাকর্মী আহত হন। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জারদান বলেন, নিরাপত্তাবাহিনী এই ঘটনার তদন্ত শুরু করেছে।

নবিজাদার জন্ম নানগারহার প্রদেশে। তিনি ২০১৮ সালে কাবুল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

নাচোলে পানের দোকান চালাচ্ছে ছাত্রী রাফিয়া

নাচোল প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জীবনযুদ্ধে অসুস্থ্য পিতার পানের দোকানে সহযোগিতা করছে ৮ম শ্রেণীর ছাত্রী রাফিয়া সুলতানা (১১)। পিতা রফিকুল ইসলাম (৫৮) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের মোল্লাটোলা গ্রামের শহিমুদ্দীনের ২য় সন্তান। রফিকুল ইসলাম সর্বনাশা পদ্মার ভাঙনে নিঃস্ব হয়ে নাচোলের মুরাদপুরে ভাড়া যায়গায় বসবাস করতে থাকেন।
রফিকুল ইসলাম পিতার সংসারের ভার কাঁধে নিয়ে নাচোল বাসস্ট্যান্ডে ৬ ভাইকে (ইসলামীয়া হোটেল) হোটেল ব্যবসায় নিয়োজিত করেন। নিজে পান দোকান দিয়ে ৪ মেয়েকে নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন। এরই মধ্যে স্ট্রোকে অক্রান্ত হন রফিকুল ইসলাম। মেয়েদের সহযোগিতায় কিছুটা সুস্থ্য হন রফিকুল ইসলাম। বাধ্য হয়ে স্কুলের লেখাপড়া শেষে অসুস্থ্য পিতাকে সহযোগিতা করতে নাচোল বাসস্ট্যান্ডে ইসলামী হোটেলের সামনে পান দোকানে দু’বেলা বসতে হচ্ছে ছোট মেয়ে রাফিয়া সুলতানাকে। রফিকুল ইসলামের চার মেয়ের মধ্যে বড় মেয়ে রাফিজা সুলতানা বিবাহিত। তবুও সে মেধা ও অদম্য মনোবল নিয়ে স্বামী ও পিতার আশ^াসে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বায়ো টেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করছে। মেজো মেয়ে ফাওজিয়া খাতুন চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজে বিএসসি পড়ছে। সেজো মেয়ে রিজিয়া সুলতানা এ বছর নাচোল খুরশেদ মোল্লা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পাস করে নাচোল মহিলা কলেজে এইচএসসিতে ভর্তি হয়েছে। ছোট মেয়ে রাফিয়া সুলতানা এবছর নাচোল খুরশেদমোল্লা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ে ৮ম শ্রেণীতে পড়ালেখা করছে। মেয়েদের লেখাপড়া ও সংসার খরচ চালাতে হিমশিম খেয়ে অসুস্থ্য হয়ে পড়েছেন রফিকুল ইসলাম। তাই বাধ্য হয়ে লেখা-পড়ার পাশাপাশি অসুস্থ্য পিতাকে পানদোকানে নিয়মিত সহযোগিতা করে অসছে ছাত্রী রাফিয়া। জীবন সংগ্রামী কিশোরী রাফিয়া সুলতানা পিতাকে ছেলের অভাব বুঝতে দিতে চায়না। তাই পান দোকানে সহযোগিতা ও মনোবল জুগিয়ে সেও ভাল ফলাফল করে ভাল মানুষ হতে চায়। সরকারী সহযোগিতা পেলে বড় বোনদের মত সেও উচ্চ শিক্ষিত হতে চায়। অসুস্থ্য পিতাকে সহযোগিতা করতে জীবন সংগ্রামে নেমেছে কিশোরী রাফিয়া সুলতানা। অসুস্থ রফিকুল ইসলাম জানান, সম্প্রতি হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হলে ছোট মেয়ে রাফিয়া আমাকে ছেলের মত করে পানের দোকানে সহযোগিতা করছে। পান দোকানের আয় দিয়েই এখন আমার সংসার ও চিকিৎসা চলছে।

সংসদ উপনির্বাচনঃ৷ একজনের মনোনয়ন প্রত্যাহার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ সংসদীয় আসনের উপ-নির্বাচনের মনোয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সদর-৩ আসন হতে একজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এনিয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ৫ জন এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ৩ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করবেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন রবিবার চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহারিমা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে রিটার্ণিং কর্মকর্তা জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। এ আসনে প্রতিদ্ব›িদ্ব তিনজন হলেন, বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক এমপি মোঃ আব্দুল ওদুদ, বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট (বিএনএফ)’র মনোনিত প্রার্থী কামরুজ্জামান খাঁন ও স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন। এর আগে মনোনয়ন যাচাই শেষে জেলা জাসদের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনিরের মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। পরে তিনি আপিল করলে তা খারিজ করে দেন নির্বাচন কমিশন। এ আসনের অপর মনোনয়নপত্র দাখিলকারী জাতীয় পার্টি মনোনীত মোস্তাফিজুর রহমান মুকুলেরও মনোনয়ন বাতিল হলেও তিনি আপিল করেননি। শেষ মেষ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে তিনজন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করবেন। অপরদিকে, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে কোন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় ৫ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করবেন। এ আসনে মোট ৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে। পরে যাচাই এ স্বতন্ত্র প্রার্থী মোহম্মদ আলী সরকারের মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। পরে তিনি আপিল করলেও তা খারিজ হয়ে যায়। এ আসনে প্রতিদ্ব›িদ্বতা করছেন, বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মু. জিয়াউর রহমান, জাতীয় পার্টি মনোনিত মোহম্মদ আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট মনোনিত মোঃ নবীউল ইসলাম, জাকের পার্টি মনোনিত মোঃ গোলাম মোস্তফা এবং স্বতন্ত্র প্রার্থী মু. খুরশিদ আলম বাচ্চু। বিষয়টি নিশ্চিত করেছেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের রিটার্ণিং কর্মকর্তা দেলোয়ার হোসেন। সোমবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে এবং ১ ফেব্রæয়ারি উপ-নির্বাচনের ভোট গ্রহন।