সর্বশেষ সংবাদ বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে শিবগঞ্জে লিফলেট বিলি শিবগঞ্জে রমজান উপলক্ষে প্রশাসনের বাজার মনিটরিং শুরু ওসির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারী সেই নারীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন রামজানে পণ্যের দাম বেশি নিলে ব্যবস্থা-  ইউএনও শিবগঞ্জ  ভূমি ও গৃহহীনমুক্ত জেলা হলো  চাঁপাইনবাবগঞ্জ। রহনপুরে পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন সোনামসজিদে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণের স্থান জটিলতা নিরসন চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প নিয়ে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের প্রেসব্রিফিং এমপিওভূক্ত বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান কর্মসূচী

বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত ও কর্মরত জেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ এই সংবর্ধনা সভার আয়োজন করেছে।

সোমবার (২৬ ডিসেম্বর) বেলা ১২ টায় জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় জেলা পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব (বিপিএম পিপিএম) এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ এর নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.রুহুল আমিন।

সংবর্ধনা সভায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য দেন, বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম ।
সংবর্ধনা শেষে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে উপহার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ও জেলা পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম।

৪০ দিনের কর্মসূচিতে কোন অনিয়ম সহ্য করা হবে না- ইউএনও শিবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার অতি দরিদ্রদের কর্মসংস্থানের জন্য ৪০দিনের কর্মসূচি চলমান রয়েছে। শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত বেশ কিছু ইউনিয়নে ৪০ দিনের কর্মসূচি  প্রকল্প পরিদর্শন করেন এবং পরিদর্শনকালে শ্যামপুর  ও শাহবাজপুর ইউনিয়নে প্রকল্পের কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তা খতিয়ে দেখার জন্য সেখানে গিয়ে প্রকল্পের কাজের দৃশ্যমান অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। তবে কয়েকজন শ্রমিক অনুপস্থিত থাকায়  তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সভাপতি ও দলনেতা কে শোকজ করে কেন অনুপস্থিত তা তিন দিনের মধ্যে লিখিত আকারে জানাতে বলা হয়েছে।
কয়েকটি ইউনিয়নের জনসাধারণের সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, এর আগে ৪০ দিনের কর্মসূচি  হয়েছে তবে তা আমরা ভালভাবে জানতে পারিনি, কিন্তু এবার  ইউনিয়নের বিভিন্ন জায়গায় রাস্তাঘাট সংস্কার লক্ষ্য করা যাচ্ছে এবং উল্লেখযোগ্য অতিদরিদ্র শ্রমিকরা কাজ করছে। আমরা দেখে খুব আনন্দিত হয়েছি। তারা আরো বলেন, ইউএনও খুব তৎপর, কারণ তিনি নিজে প্রকল্প পরিদর্শন করছেন এবং হাজিরা নিচ্ছেন। এটা সত্যিই প্রশংসনীয়।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত বলেন, ৪০ দিনের কর্মসূচিতে অনিয়ম সহ্য করা হবে না। আমি অনেকগুলো ইউনিয়ন পরিদর্শন করেছি  তবে যেখানে অনিয়ম পেয়েছি সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছি। এছাড়া সকল ইউনিয়নে ৪০ দিনের কর্মসূচি প্রকল্পের কাজ সঠিকভাবে চলমান রয়েছে। তিনি এই প্রকল্পের সঠিক বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।