নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ এই সংবর্ধনা সভার আয়োজন করেছে।
সোমবার (২৬ ডিসেম্বর) বেলা ১২ টায় জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় জেলা পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব (বিপিএম পিপিএম) এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ এর নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.রুহুল আমিন।
সংবর্ধনা সভায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য দেন, বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম ।
সংবর্ধনা শেষে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে উপহার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ও জেলা পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম।