গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে এলাকার সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার রাতে একটি কমিউনিটি সেন্টারে শ্রমিক লীগ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল আলম শ্যামলসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Day: ডিসেম্বর ৮, ২০২২
গোমস্তাপুরে প্রশিক্ষনার্থীর সম্মানী ভাতার টাকা আত্নসাতের অভিযোগ
গোমস্তাপুর প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহিলা বিষয়ক দপ্তরের এক প্রশিক্ষনার্থীর সম্মানী ভাতার অর্থ আত্নসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদ করতে গিয়ে মহিলা বিষয়ক কর্মকর্তা পংকজ কুমার দাসের দূর্ব্যবহারের শিকার হয়েছেন গোমস্তাপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুনকে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই জনপ্রতিনিধি। ঘটনার শিকার ওই জনপ্রতিনিধি জানান, উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের দুর্লভপুরপাড়ারআজিজুল হকের মেয়ে তৃনা হক এ্যাম্ব্রডায়ারি ট্রেডে জুলাই – সেপ্টেম্বর সেশনে ৩ মাস মেয়াদী প্রশিক্ষনের মধ্যে মাত্র ৩ দিন প্রশিক্ষন নেন। কিন্তু তাকে সার্টিফিকেট দেয়া হলেও তার তিন মাসের সম্মানী ভাতা দেয়া হয়নি। এ নিয়ে সে তাকে অভিযোগ করলে তিনি বিষয়টি মহিলা বিষয়ক কর্মকর্তার কাছে বিষয়টি অবগত করলে, মহিলা বিষয়ক কর্মকর্তা পংকজ কুমার দাসকে বুধবার অবহিত করতে গেলে অনেক উত্তেজিত হয়ে তার সাথে চরম দুর্ব্যবহার করেন। পরে তিনি বিষয়টি অবহিত করে উপজেলা নির্বাহী অফিসার বারাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে মহিলা বিষয়ক কর্মকর্তা পংকজ কুমার জানান, সার্টিফিকেটটি আমার অগোচরে দেওয়া হয়েছে। আর অনেক হাত পা ধরে নিয়ে গেছে। তিনি প্রশিক্ষনার্থীর ভাতা আত্নসাত ও জনপ্রতিনিধির সাথে তার দুর্ব্যবহারে অভিযোগ অস্বীকার করেন।
শিবগঞ্জে নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
শিবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর কলেজে পয়:নিষ্কাশন ও বিদ্যুৎ সরবরাহসহ চারতলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের ২য়, ৩য় ও ৪র্থ তলা ভবন উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত¡াবধানে ৭১ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নবনির্মিত এই একাডেমিক ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের নানা সুযোগ সুবিধা বৃদ্ধিসহ শিক্ষার উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিয়েছেন বর্তমান সরকার। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে উন্নত ও আধুনিকায়নের লক্ষ্যে স্কুল-কলেজ ও মাদরাসায় স্থাপন করা হয়েছে মাল্টিমিডিয়া ক্লাসরুম। এ উপলক্ষে কলেজ চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ এনামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম।