চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ ৫২০ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হচ্ছে, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাদারপুরের মোঃ তোফাজ্জেল হোসেনের ছেলে মোঃ জামাল উদ্দিন (৫১) এবং একই এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে মোঃ তোফায়েল (৩৮)। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মহিশালবাড়ী এলাকায় চালানো অভিযানে নেতৃত্ব দেন কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। র্যাবের এক প্রেসনোটে রাতে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ৫ জানুয়ারি বিকেল ৬টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মহিশালবাড়ী মাদ্রাসা টাওয়ার এর সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ৫২০ গ্রাম হেরোইন, একটি ইজিবাইক, ২টি মোবাইলসহ মাদক ব্যবসায়ী জামাল উদ্দিন ও তোফায়েল কে গ্রেফতার করে। এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মামলা করা হয়েছে।
৫২০ গ্রাম হেরোইনসহ ২ ব্যবসায়ী গ্রেফতার
