সর্বশেষ সংবাদ চাঁপাইনবাবগঞ্জে অফিস সহায়ক পরিচয়ে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে স্কুলের আসবাবপত্র চুরির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের পদ্মায় অবৈধভাবে মাটি কাটা নিয়ে দুই গ্রুপের দ্বন্দে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ চাঁপাইনবাগঞ্জে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ: গর্ত করে মাটি কাটায় বাড়িঘর ও গাছপালা হুমকির মুখে তিন মাসে মেট্রোরেলের আয় ৬ কোটি রাশিয়া থেকে ব্যবসা গোটালো টয়োটা চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র হেরোইন ও ইয়াবা উদ্ধার ॥ আটক এক চাঁপাইনবাবগঞ্জে ট্যাংক লরি ঢুকলো বাড়িতে আমি বাচঁতে চাই, প্লিজ আমাকে বাঁচান—সামিয়া চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ যুবক আটক চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিল  সহ মাদক কারবারী গ্রেফতার।
Large Add

১১ বছর পর সোনামসজিদ বন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের নির্বাচনের ২য় আহবায়ক কমিটি


নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়াশেনের প্রায় ১১ বছর পর পুনরায় নির্বাচিত কমিটি হতে যাছে।।্আর এ লক্ষ্যে প্রথম আহবায়ক কমিটি ব্যর্থ হবার পর আবারো আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।এর আগে ২০০৯ সালে বর্তমান সরকার (আওয়ামী লীগ) ক্ষমতায় আসার পর স্থানীয় সংসদ সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এনামুল হক সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়াশেনের নির্বাচিত কমিটি ভেঙ্গে দিয়ে সিলেকসান কমিটি গঠন করেন।সেই থেকে আজ পর্যন্ত স্থানীয় সংসদ সদস্যরা তাদের ইচ্ছা মাফিক কমিটি গঠন করে অ্যাসোসিয়াশেনের কার্যক্রম চালাছেন।
এ্যাসোসিয়েশন সুত্র জানায়,সাবেক প্রতিমন্ত্রী সহ ২ জন সাংসদের হস্তক্ষেপের কারনে বন্দরে এ কমিটি নিয়ে সৃষ্টি হয়েছে ব্যপক কোন্দল।
গত কয়েকমাস আগে হঠাৎ করে সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়াশেনের দুটি গ্রুপের মধ্যে বিবাদ সৃষ্টি হলে অ্যাসোসিয়াশেনের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এ সুযোগে সোনামসজিদ স্থবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাইফুর রহমান অ্যাসোসিয়াশেনের কার্যালয়ে তালা ঝুলিয়ে উভয় গ্রুপের মধ্যে সমাধান হলে আবারো কার্যালয় খুলে দেবার আশ্বাস দেন।বর্তমানে কার্যালয়টি কাষ্টমস অফিসের দখলে এবং তাদের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।
এ নিয়ে এ্যাসোসিয়েশন বিব্রত অবস্থায় পড়লে একটি নির্বাচিত ও স্বাধীন কমিটি করার লক্ষ্যে পরবর্তিতে গত ৮ জুলাই শত্তকত জাহিদুল ইসলাম প্রিন্সকে আহবায়ক করে সিএন্ডএফ এজেন্টদের একটি আহবায়ক কমিটি গঠন হয়।

সে আহবায়ক কমিটিও কার্যক্রম চালাতে ব্যর্থ হলে গত ২৩ সেপ্টেম্বর মোঃ জয়নাল আবেদিনকে (মেসার্স জয়নাল আবেদিন) প্রধান করে মোঃ ইয়াসিন আলী (হাসান এন্টারপ্রাইজ) ও রেজাউল করিম (হক এন্টারপ্রাইজ) একটি তত্তাবধায়ক কমিটি গঠন করেন। ঐ দিনই সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়াশেনের নতুন কমিটি নির্বাচনের লক্ষ্যে মধুমিতা এন্টারপ্রাইজ প্রোপাইটার আবদুল গফুরকে প্রধান নির্বাচন কমিশনার করে ও কনসাল ইন্টান্যাশনাল প্রোপাইটার আনিসুজ্জামান (ফল) ও মেসার্স বড়সাহেব এজেন্সির প্রোপাইটার মুকলেসুর রহমানকে নিয়ে একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

নির্বাচন পরিচালনা কমিটি ইতি মধ্যেই নির্বাচনের প্রাথমিক প্রস্তুতির কাজ শুরু করেছে। আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষনা, ভোটার তালিকা প্রকাশ এবং মনোনয়ন পত্র জমা দেয়ার তারিখ ঘোষনা করবেন বলে প্রথন নির্বাচন কমিশনার আবদুল গফুর জানান। তিনি আশা করেন, সুষ্ট ভাবে নির্বাচন করে প্রায় ১১ বছর পর আবারো নির্বাচিত কমিটির হাতে দায়ীত্ব হস্তান্তর করবেন।

Add img sm
Add img sm

আরও পড়ুন

%d bloggers like this: