শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
২ দফা বাধা পেরিয়ে অবশেষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়ায় সম্পন্ন হয়েছে।শনিবার(৭ নভেম্বর) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট শেষে রাত ৯টার দিকে ফলাফল ঘোষনা করে নির্বাচন পরিচালনা কমিটি।
নির্বাচনে সভাপতি পদে ৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আব্দুল আউয়াল। ২২ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন শওকত জাহিদুল ইসলাম প্রিন্স ।
সাধারণ সম্পাদক পদে আরএম রশীদ, রুহুল আমীন ও বাবুল চৌধুরী প্রতিদ্বন্দিতা করে ৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন রুহুল আমিন। তার নিকটতম প্রতিদ্বন্দী আব্দুর রশিদ পেয়েছেন ৩০ ভোট।
এছাড়া সহ-সভাপতি পদে খাইরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মেসবাহুল মেসবা, সহ-সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলম ও অর্থ সম্পাদক পদে মোঃ ফিরোজ
বিজয়ী হন।
প্র্রধান নির্বাচন কমিশনার মোঃ আবদুল গোফুর জানান,৯৬ জন ভোটারের মধ্যে ৯০ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশন নির্বাচিত কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করবে ১০ নভেম্বর।
এর আগে ৩১ অক্টোবর আদালতের নিষেধাঞ্জার কারনে নির্বাচন স্থগিত হবার পর আদালতে আইনী লড়াই শেষে ৭ নভেম্বর সোনামসজিদ পর্যটন মোটেলে ভোট গ্রহণ সম্পন্ন হয়। গত ২৮ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণার পর ৩১ জন সদস্য মনোনয়নপত্র জমা িিদলেও পরে ইসমাইল হোসেন তার প্রার্থীতা প্রত্যাহার করেন।