নিজস্ব প্রতিবেদক
রবিবার বিকালে পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের কলোনি এলাকার স্কুল পড়ুয়া প্রতিবন্ধী সাব্বির(১৩) হুইলচেয়ার তুলে দেন জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।
সাব্বির স্থানীয় একটি কিন্ডার গার্ডেনের তৃতীয় শ্রেণির ছাত্র, স্কুল যাওয়া আসা করতো স্বামী পরিত্যক্তা মায়ের কোলে চড়ে যা খুব কষ্টকর।সেই কষ্ট দুর করে আজ সাব্বিরের হাতে একটি হুইলচেয়ার তুলে দেন আব্দুল হাকিম,এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের ১৪ নং ওয়ার্ড এর সাংগঠনিক সম্পাদক মোঃ মুষা,যুবলীগ নেতা দুলাল উদ্দিন সহ স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ নেতা কর্মী বৃন্দ।
স্কুল পড়ুয়া প্রতিবন্ধী শিশু কে হুইলচেয়ার প্রদান
