শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
সিলেটের এমসি কলেজে স্বামীকে আটকে রেখে ধর্ষণসহ সারাদেশের কিশোরী-তরুণীকে ধর্ষণের প্রতিবাদ জানিয়ে ও ধর্ষকদের নায্যবিচারের দাবিতে শিবগঞ্জে প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একদল যুবক। বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর ্কএলাকার কারবালা মোড় থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে অংশগ্রহনকারীরা ধর্ষকদের বিরুদ্ধে দ্রুত আইনী পদক্ষেপ নেয়ার জন্য আইনশৃংখলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে। পাশাপাশি ধর্ষকদের উপযুক্ত বিচার নিশ্চিতের দাবি জানান তারা।
সিলেটের এমসি কলেজের ধর্ষকদের বিচারের দাবিতে শিবগঞ্জে প্রতিবাদ সমাবেশ
