জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুরে অসহায় এক বৃদ্ধাকে একটি স্বেচ্ছাসেবী সংগঠন রান্না ঘর ব্যবস্থা করে দিয়েছে।আর এতে আনন্দ প্রকাশ করেছে বৃদ্ধা মহিলাটি।
রান্না ঘর প্রাপ্ত মহিলা গোপালনগর গ্রামের মৃত আফসার হোসেন লুটুর স্ত্রী মোসাম্মদ রাবেয়া বেগম (৫৫) ।
রাবেয়া বেগম জানান, তার রান্ন্া করার জয়গার সমস্যা দেখে শ্যামপুর সেবা স্বেচ্ছায় রক্তদান সংস্থার সেচ্ছাসেবীরা ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ড এর আব্দুল মালেকের সহযোগিতায় তাকে রান্না করার জন্য বন্ধু চুলা ও রান্না ঘরের ছাউনি স্বরূপ টিন সাহায্য প্রদান করে।
এসময় আমরা শ্যামপুর সেবা স্বেচ্ছায় রক্ত দান সংস্থার সভাপতি , সাধারণ সম্পাদক ,যুগ্ম সাধারণ সম্পাদক সহ সংগঠনের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
শ্যামপুরে অসহায় বৃদ্ধাকে স্বেচ্ছাসেবী সংগঠনের রান্না ঘর প্রদান
