স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ ঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছে দৈনিক গণমুক্তি পত্রিকার শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. জিয়াউল হক। তাঁর নিটকতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দৈনিক সাগরিকা টুয়েন্টিফোর ডটকম’র প্রকাশক ও সম্পাদক এম. রফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক রাজশাহীর সংবাদের শিবগঞ্জ প্রতিনিধি মো. ফরহাদ আলী ও তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন দৈনিক খোলা কাগজের শিবগঞ্জ প্রতিনিধি প্রভাষক মামুন-উর-রশিদ।
রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টার পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচেন ১৩জন প্রত্যক্ষ ভোটারদের প্রত্যক্ষ ভোটে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।
শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন : সভাপতি জিয়া, সম্পাদক ফরহাদ
