শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২০ বাস্তবায়নে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীর বোগলাউড়ি, দশরশিয়া, চরপাকা ঘাট পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সোমবার সন্ধ্যায় মোবাইল কোর্টে প্রায় ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। জব্দকৃত জালগুলো বোগলাউড়ি ঘাটে পুড়িয়ে বিনষ্ট করা হয়। তবে কিছু সংখ্যক মা ইলিশ মাছ জব্দ করে নদীতে ছেড়ে দেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল হাফিজ। মোবাইল কোর্টে শিবগঞ্জ থানার পুলিশ সহযোগিতা করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বরুন কুমার মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, ফিসারিজ কোয়ারেণ্টাইন অফিসার হাফিজুর রহমান, সম্প্রসারণ কর্মকর্তা আইনুদ্দিন হকসহ দপ্তরের অন্যান্য কর্মচারীবৃন্দ।
শিবগঞ্জে ৫ হাজার কারেন্ট জাল ধ্বংস
