শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
শিবগঞ্জ উপজেলার উজিরপুর, রাধাকান্তপুর নামোটোলা ও বাবুপুর বেলায়েত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ২ কোটি ৬৮ লাখ ৩১ হাজার টাকা ব্যয়ে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে চলেছেন। এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, এলজিইডির উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার, উজিরপুর ইউপি সদস্য সাদিকুল ইসলাম ও প্রধান শিক্ষক ইসরাইল হোসেনসহ অন্যরা।