শিবগঞ্জ প্রতিনিধি
“প্রতিদিন ডিম খাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে বিশ্ব ডিম দিবস-২০২০ পালিত হয়েছে। ৯ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ৯টার সময় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রাণিসম্পদ দপ্তরের প্রশিক্ষণ রুমে আলোচনার মাধ্যমে শেষ হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (টিএলও) ডাঃ রনজিত চন্দ্র সিংহ এছাড়াও আরও উপস্থিত ছিলেন মোঃ হাসান আলী (এলইও)।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মোঃ বাহারুল্লাহ, মোঃ একরামুল হক, আব্দুল মালেক ও মোঃ ফারুক হোসেন সহ কৃত্রিম প্রজনন কারি মোঃ কবিরুল ইসলাম, ভিপিএইচএসপি প্রকল্পের ফিল্ড ফেসিলিটেটর (এফএফ), এলডিডিপির এলএসপিগণ।