শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
‘‘মুজিববর্ষের আহবান, যুব কর্মসংস্থান’’ এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে ঋণ, প্রশিক্ষণ সনদ, সম্মাননা ক্রেস্ট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ইউএনও সাকিব আল-রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বরুন কুমার মন্ডল, এলজিইডির উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ ও শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শাহীন রেজাসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান। শেষে উপজেলার ৩৮ জন উদ্যোক্তার মাঝে ১৯ লাখ ৭০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া ২৫ জন উদ্যোক্তার মাঝে সনদপত্র ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে দুজনকে সম্মাননার ক্রেস্ট প্রদান করা হয়।
শিবগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত
