শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় জিকে ফাউন্ডেশনের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন তারণ্য এর সহযোগিতা আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ-সম্পাদক মেহেদী জামিল।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনিরুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় এতে বিশেষ অতিথি ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক নূর হোসেন সৈকত, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নজমুল কবির মুক্তা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খাঁন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম কিবরিয়া, জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন, সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ। পরে এসএসসি-২০২০ জিপিএ-৫ প্রাপ্ত ১৩৬ জন কৃতি শিক্ষার্থীর মাঝে সম্মাননার ক্রেস্ট তুলে দেয়া হয়। শেষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।