সর্বশেষ সংবাদ চাঁপাইনবাবগঞ্জে অফিস সহায়ক পরিচয়ে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে স্কুলের আসবাবপত্র চুরির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের পদ্মায় অবৈধভাবে মাটি কাটা নিয়ে দুই গ্রুপের দ্বন্দে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ চাঁপাইনবাগঞ্জে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ: গর্ত করে মাটি কাটায় বাড়িঘর ও গাছপালা হুমকির মুখে তিন মাসে মেট্রোরেলের আয় ৬ কোটি রাশিয়া থেকে ব্যবসা গোটালো টয়োটা চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র হেরোইন ও ইয়াবা উদ্ধার ॥ আটক এক চাঁপাইনবাবগঞ্জে ট্যাংক লরি ঢুকলো বাড়িতে আমি বাচঁতে চাই, প্লিজ আমাকে বাঁচান—সামিয়া চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ যুবক আটক চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিল  সহ মাদক কারবারী গ্রেফতার।
Large Add

শিবগঞ্জে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সরকারি খাসজমি দখলমুক্ত অভিযান

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর বাররশিয়া এলাকায় মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ভুমিহীন ও গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণের জন্য খাসজমি দখলমুক্ত অভিযান পরিচালনা করা হয়েছে।

শিবগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম এ প্রতিবেদককে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে দেশের বিভিন্নস্থানে ভুমিহীন ও গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণের জন্য খাসজমি উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

এরই ধারাবাহিকতায় সোমবার বিকেল ৪ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাকিব আল রাব্বির নেতৃত্বে দূর্লভপুর বাররশিয়ায় অবস্থিত সরকারি খাস জমি দখলমুক্ত করে সেখানে বাসগৃহ নির্মাণের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, পর্যায়ক্রমে শিবগঞ্জের সকল সরকারি ভোগ দখল করা জমি উদ্ধার করে বাসগৃহ করা হবে বা অন্য কোনভাবে কাজে লাগানো হবে যাতে করে সরকার রাজস্ব পায়। অভিযানে পুলিশ, গ্রাম পুলিশ নিরাপত্তায় নিয়োজিত ছিল।

Add img sm
Add img sm

আরও পড়ুন

%d bloggers like this: