চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফা সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ শিবগঞ্জ পৌরসভার মেয়র মো. কারীবুল হক রাজিন, শিবগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শিউলী বেগম, শিবগঞ্জ থানার অভিসার ইনচার্জ (তদন্ত) মো. শাহীন, শিবগঞ্জ উপজেলা শাখা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আতাউর রহমান, মোবারকপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুর রহমান মিঞা, দাইপুখুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আতিকুল ইসলাম জুয়েল, শ্যামপুর ইউপি চেয়ারম্যান মোঃ খাইরুল ইসলাম প্রমূখ। সভায়, উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে গুরুত্্পূর্ণ আলোচনা করা হয়।
শিবগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
