প্রেস বিজ্ঞপ্তিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মুসলিমপুর গ্রামে কৃষি সামৃদ্ধ কৃষি সামৃদ্ধ এই স্লোগান কে সামনে রেখে বাদামী গাছ ফড়িং ও অন্যান্য পোকামাকড় ও রোগবালাই দমন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার সকালে মুসলিমপুর বাজার সংলগ্ন অনুষ্ঠিত হয় উঠান বৈঠক । এতে সভাপতিত্ব করেন বানী ইসরাইল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার সুনাইন বিন জামান ।আরো উপস্থিত ছিলেন সবুর আলী উপসহকারী কৃষি অফিসার, মোসাঃ ওয়াসিয়া খাতুন উপসহকারী কৃষি অফিসার, সাদিকুল ইসলাম চান মৎস্য ব্যবসায়ী ও আদর্শ কৃষক, রেজাউল আলম আদর্শ কৃষক, মোহাম্মদ সেলিম রেজা, জহরুল ইসলাম সহ অনেকে। এ সময় বাদামী গাছ ফড়িং ও অন্যান্য পোকামাকড় ও রোগবালাই দমন করার বিভিন্ন পরামর্শ প্রদান করে।
শিবগঞ্জের মুসলিমপুরে পোকামাকড় ও রোগবালাই দমন উঠান বৈঠক অনুষ্ঠিত
