সর্বশেষ সংবাদ বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে শিবগঞ্জে লিফলেট বিলি শিবগঞ্জে রমজান উপলক্ষে প্রশাসনের বাজার মনিটরিং শুরু ওসির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারী সেই নারীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন রামজানে পণ্যের দাম বেশি নিলে ব্যবস্থা-  ইউএনও শিবগঞ্জ  ভূমি ও গৃহহীনমুক্ত জেলা হলো  চাঁপাইনবাবগঞ্জ। রহনপুরে পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন সোনামসজিদে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণের স্থান জটিলতা নিরসন চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প নিয়ে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের প্রেসব্রিফিং এমপিওভূক্ত বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান কর্মসূচী
Large Add

শিবগঞ্জের গণহত্যা দিবস উপলক্ষে আলাচনা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নে গণহত্যা দিবস পালন উপলক্ষে আলাচনা সভা ও দায়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় মনাকষা ইউনিয়ন বাংলাদশ আওয়ামী প্রজন্মলীগের উদ্যোগে ও আয়োজিত মনাকষা ইউনিয়নের হুমায়ুন রেজা উচ্চবিদ্যালয় মিলনায়তনে শহীদের স্মরণে জনাব রাইসুদ্দিনের সভাপতিত্বে প্রধান অথিতি হিসাব উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহমদ শিমুল। থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়ার সঞ্চালনায় বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন মনাকষা দশর প্রথম যুদ্ধপরাধী মামলার বাদী শহীদ সন্তান বদিউর রহমান বুদ্ধু, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সারওয়ার জাহান শরফান, মনাকষা বালিকা উচবিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ উদ্দিন, আদিনা কলেজের সাবেক ভিপি ফাইজুদ্দিন আহম্মেদ, বাংলাদেশ আওয়ামী প্রজন্ম লীগের ইউনিয়ন শাখার সভাপতি আজম আলি, সাধারণ সম্পাদক আসমাউল হক প্রমুখ। সভায় প্রধান অথিতি এমপি শিমুল বলেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যে মনাকষা হুমায়ূন রেজা উচ্চবিদ্যালয়ের পিছেন গণকবর ঘেরা হবে এবং শহীদের নামের তালিকা সহ স্মতিফলন নির্মান করা হবে। তিনি আরও বলেন ১৯৭১সালের স্বাধীনতা যুদ্ধে শহীদের আত্মত্যাগের মাধ্যমেই আজকের স্বাধীন বাংলাদেশকে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব হয়েছে এবং দেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছ। তাই আমাদের দায়িত্ব ও কর্তব্য হলো শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা ও তাদের পরিবার গুলোর প্রতি আমাদের সুদৃষ্টি দেয়া। তিনি আরোও বলেন সরকার পদক্ষেপ নিয়েছেন যে আগামী বিজয় দিবসের আগে রাজাকারদের নামের তালিকা প্রকাশ করা হয়। আমি চেষ্টা করছি বিশেষ করে এখানে যে ১৩জন শহীদের গণকরব আছে তা সংরক্ষন করা ও প্রতিবছরই যেন ৭ই অক্টোবর দিবসটি পালিত হয় সে ব্যবস্থা গ্রহন করা। আলাচনা সভা শেষে শহীদের রুহের মাগফেরাতের জন্য বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ্য যে ১৯৭১সালে মুক্তিযুদ্ধো চলাকালীন ৭অক্টোবর দেশীয় রাজাকারদের সহায়তায় পারচৌকা, সিংনগর, বনকুল ও হাউসনগর গ্রামের মুক্তিযোদ্ধাদের আত্মীয় ও মুক্তিযুদ্ধের পক্ষের ১৩জন নিরীহ মানুষকে বাড়ি থেকে ধরে এনে হুমায়ণ রেজা উচ্চবিদ্যালয়ের পিছনে গুলি করে হত্যা করে এক রাজাকারের জমিতে সামান্য গর্ত করে পুঁতে রাখে। যা এখনো অবহেলিত রয়েছে। এই ১৩জন হলো পারচৌকা গ্রামের শহীদ মুসলিম উদ্দিন, এসলাম আলি, অবোল হোসেন, আমজাদ হোসেন, খোকা আলি, শামসুদ্দিন, হাউসনগর গ্রামের আব্দুর রশিদ, আরশাদ আলি, ফাইজুল ইসলম, গুদোড় আলি, বনকুল গ্রামের, ভূরণ, ফরিদ উদ্দিন, সিংনগর গ্রামের জুনাব আলি।

Add img sm
Add img sm

আরও পড়ুন

%d bloggers like this: