সর্বশেষ সংবাদ বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে শিবগঞ্জে লিফলেট বিলি শিবগঞ্জে রমজান উপলক্ষে প্রশাসনের বাজার মনিটরিং শুরু ওসির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারী সেই নারীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন রামজানে পণ্যের দাম বেশি নিলে ব্যবস্থা-  ইউএনও শিবগঞ্জ  ভূমি ও গৃহহীনমুক্ত জেলা হলো  চাঁপাইনবাবগঞ্জ। রহনপুরে পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন সোনামসজিদে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণের স্থান জটিলতা নিরসন চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প নিয়ে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের প্রেসব্রিফিং এমপিওভূক্ত বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান কর্মসূচী
Large Add

লাশকাটা ঘরে চুরি

লাশকাটা ঘর থেকে ছুরি-কুড়ালসহ সব সরঞ্জাম চুরি হয়ে গেছে। ঝালকাঠি সদর হাসপালে চুরির ঘটনা

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবুয়াল হাসান জানান, শুক্রবার সকালে লাশকাটা ঘরের দায়িত্বরত ডোম কাজ করতে গিয়ে চুরির বিষয়টি জানতে পারেন।

ওই ঘরের দায়িত্বে রয়েছেন পলক কুমার।

পলক বলেন, “গত দেড় মাস পরে আজ লাশকাটা ঘরে যাই আমি। সকালে একটি মরদেহ এসেছে ময়নাতদন্তের জন্য। কিন্তু ভেতরে ঢুকে দেখি একটা দরজা ভাঙা। ময়নাতদন্তের জন্য ব্যবহৃত ওজন পরিমাপের মেশিন, ছুরি ও কুড়ালসহ সব সরঞ্জামই চুরি হয়ে গেছে।”লাশকাটার ওই ঘরটি রয়েছে ঝালকাঠি শহরতলির ব্র্যাক মোড়ে। সেখানে সচরাচর কেউ যায় না। সেখানে চুরির ঘটনায় লোকজন বিস্ময় প্রকাশ করেছে।

চিকিৎসক আবুয়াল হাসান বলেন, “লাশকাটা ঘরে চুরির ঘটনা বিস্ময়কর। এখানে ভয়ে সাধারণ মানুষ ঢোকে না। সেই লাশকাটা ঘরে চুরি হওয়ায় আমি হতবাক।

“ময়নাতদন্তের জন্য সকালে একটি মরদেহ আনা হয়েছে। সরঞ্জাম চুরি হওয়ায় কাজ করতে এখন হিমশিম খেতে হচ্ছে।”

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আবুয়াল হাসান।

Add img sm
Add img sm

আরও পড়ুন

%d bloggers like this: