নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফ আলী তোতাকে মাদকের একটি মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। তিনি শিবগঞ্জ উপজেলার উজিরপুর এলাকার মৃত কলিমুদ্দিনের ছেলে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চীফ জুটিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের আমলী আদালত ‘‘ক” অঞ্চলের বিচারক মো. এরশাদ আলী তোতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে- সোমবার (৭ সেপ্টেম্বর) সদর উপজেলার দ্বারিয়াপুর হাতাপাড়া দোতালা মসজিদ সংলগ্ন এলাকা হতে ১৩ কেজি ১’শ গ্রাম গাঁজাসহ চারজনকে আটক করে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
এ ঘটনায় ওইদিন রাতে র্যাবের পক্ষ হতে পুলিশ পরিদর্শক জহুরুল হক বাদি হয়ে সাইফ আলী তোতাসহ পাঁচজনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ১২/৫০৪।
আসামী পক্ষের আইনজীবি নুরে আলম সিদ্দিকী আসাদ জানান, বুধবার দুপুর ১২টার দিকে তোতা আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানের আদেশ দেন।
এদিকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ আহসান , সাইফ আলী তোতা কমিটির সহসভাপতির দায়িত্বে রয়েছেন বলে নিশ্চিত করেন