শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার(৫ অক্টোবর ) বিকেলে দেড় কেজি হিরোইন সহ একজনকে গ্রেফতার করেছে। বৃহষ্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার বইলতলা বাজারের একটি চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে ১ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ লিয়াকত আলী (৩৬) কে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত লিয়াকত শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের ১ নং ওয়ার্ড চন্ডিপুর ঘোনপাড়ার মৃত লোকমান মন্ডলের ছেলে।
বিকেল ৫টার দিকে র্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায় , গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে দেড় কোটি টাকা মূল্যের ১ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে লিয়াকতকে গ্রেপ্তার করে। লিয়াকত দীর্ঘদিন যাবৎ হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক চোরাচালের সাথে জড়িত থাকার বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
র্যাব আরও জানায় এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।