গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মুজিব জন্মশতবার্ষিকী পালনার্থে আলোচনা সভা ও দোআ খায়ের অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. সারওয়ার জাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু,আবাসিক মেডিকেল অফিসার ডা.সালাউদ্দিন আহমেদ,ডা. নাসির উদ্দিন, রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল মালেক, সিনিয়র স্টাফ নার্স লাইলী বেগম,বীর মুক্তিযোদ্ধা আকতার আলী খাঁন কচি,তাজুল ইসলাম সোনার্দী ও নজরুল ইসলাম গান্ডু। পরে দোআ খায়ের অনুষ্ঠিত হয়।
মুজিববর্ষ উপলক্ষে গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভা
