মালয়েশিয়ায় পুলিশের হাত থেকে নিজেকে রক্ষা করতে এক হাজার টাকা ঘুষ দিয়ে দুই লাখ টাকা জরিমানাসহ তিন মাসের জেল হয়েছে আরিফুল (৪১) নামে এক বাংলাদেশির।
শুক্রবার ইপোর আদালতে নিজের দোষ স্বীকার করায় আদালত তাকে মালয় রিংগিত (১০ হাজার) দুই লাখ টাকা ও তিন মাসের জেল জরিমানা করে রায় ঘোষণা করেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর রাত সাড়ে নয়টার দিকে ইপোর সিলিম রিভারের জালান ইস্টিসন কামপুং মাংগিস এলাকায় পুলিশের অভিযানে বিক্রি নিষিদ্ধ ১৩ কার্টুন সিগারেটসহ বাংলাদেশি নাগরিক আরিফুলকে গ্রেপ্তার করা হয়।
এ সময় নিজেকে রক্ষা করতে পুলিশকে মালয় রিংগিত (৫০) এক হাজার টাকা ঘুষ দেয়ার অভিযোগ ও নিষিদ্ধ সিগারেট রাখার অপরাধে কাস্টম আইনে ও ঘুষ দেয়ার অপরাধে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, চলতি বছরে কয়েক জন বাংলাদেশিকে দেশটির পুলিশকে ঘুষ দেয়ার অপরাধে জেল জরিমানা করা হয়।