গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের মহানন্দা নদীতে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের বেগুনবাড়ী গ্রাম সংলগ্ন নদীতে ওই ব্যক্তির লাশ পাওয়া যায়।
গোমস্তাপুর থানার উপপরিদর্শক
বজলুর রশিদ জানান,বুধবার সকালে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের বেগুনবাড়ী গ্রাম সংলগ্ন নদীতে কচুরীপানায় ভাসমান অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। তবে স্থানীয়রা উদ্ধারকৃত মৃত ব্যক্তিটিকে কেউ চিনতে পারিনি। মৃতদেহ ব্যক্তিটির বয়স আনুমানিক ৪০-৪৫ বছর। পরনে জিন্স প্যান্ট, গায়ে সবুজ গেঞ্জি, পায়ে সাদা জুতা ছিল। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।
এদিকে এলাকাটি সীমান্তের কাছাকাছি হওয়ায় ভারতীয় কোন ব্যক্তির মরদেহ হতে পারে বলে স্থানীয় লোকজন মনে করছে।