স্টাফ রিপোর্টারঃ ভোলাহাটে ইউএনও’র সাথে মুক্তিযোদ্ধাদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা কমান্ডার (দায়িত্বপ্রাপ্ত) মশিউর রহমানের ভোলাহাট উপজেলায় যোগদানে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা মেডিকেলমোড়স্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ভোলাহাট মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক উপজেলা কমান্ডার নুরুল হক, মনিরুদ্দিন মন্টুসহ উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার নাসিম আলী, ভোলাহাট সদর ইউনিয়ন কমান্ডার মুক্তিযোদ্ধা সাজ্জাদ আলী, গোহালবাড়ী ইউনিয়ন কমান্ডার মুক্তিযোদ্ধা আনসার আলী, দলদলী ইউনিয়ন কমান্ডার মুক্তিযোদ্ধা মেসের আলী, জামবাড়িয়া ইউনিয়ন কমান্ডার মুক্তিযোদ্ধা তৈমুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা। এ সময় বীর মুক্তিযোদ্ধাগণ উপজেলা নির্বাহী অফিসার মুশিউর রহমাসের সাথে পরিচিতি হন এবং তাকে লাল গোলাপ শুভেচ্ছা জানান। এ সময় বীর মুক্তিযোদ্ধাগণ উপজেলা নির্বাহী অফিসার ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডর মশিউর রহমানের কাছে বিভিন্ন সমস্যা তুলে ধরে সমাধানের দাবী জানান।
ভোলাহাট প্রশাসনের সাথে মুক্তিযোদ্ধাদের মতবিনিময়
