সর্বশেষ সংবাদ রামজানে পণ্যের দাম বেশি নিলে ব্যবস্থা-  ইউএনও শিবগঞ্জ  ভূমি ও গৃহহীনমুক্ত জেলা হলো  চাঁপাইনবাবগঞ্জ। রহনপুরে পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন সোনামসজিদে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণের স্থান জটিলতা নিরসন চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প নিয়ে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের প্রেসব্রিফিং এমপিওভূক্ত বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান কর্মসূচী চাঁপাইনবাবগঞ্জ ডিএনসি’র অভিযান \ ৪০ কেজি গাঁজাসহ আটক-২ আর্ন্তজাতিক বর্ণবৈষম্য দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন গোমস্তাপুরে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বাসায় হামলা ও ভাংচুরের অভিযোগ
Large Add

ভোলাহাট ও নাচোলে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত


ভোলাহাট ও নাচোল প্রতিনিধি
“নিরাপদ দেশ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি”এই প্রতিপাদকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নারী ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং র‌্যালী শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় নাচোল পৌর এলাকার ৩টি ওয়ার্ড বিট পুলিশিং এর আয়োজনে থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভায় অনুষ্ঠিত হয়। নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এস,এ,এম,ফজল-ই-খুদা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুলতানা পাপিয়া, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান। এসময় জি, এনজিও’র প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,গণমাধ্যমকর্মী, মসজিদের ইমামসহ বিভিন্ন পেশাজীবি নারী-পুরুষ উপস্থিত থেকে নারী ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বক্তব্য দেন, তারা নারী ধর্ষণ ও নারী নির্যাতন এর প্রতিরোধ ও প্রতিহত করার কঠোর কর্মসুচী ঘোষনা করেন। অন্যদিকে উপজেলার ৪টি ইউনিয়নেও বিট পুলিশিং এর আয়োজনে অনুরুপ কর্মসূচি পালিত হয়েছে।
এদিকে আমাদের ভোলাহাট প্রতিনিধি জানান,
ভোলাহাটে ধর্ষণ-নারী নির্যাতনের বিরুদ্ধে বিট পুলিশের র‌্যালি ও সমাবেশ
ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ দেশে ক্রমবর্ধমানভাবে বেড়ে চলা ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারা দেশের মত র‌্যালি ও সমাবেশের আয়োজন করেছে ভোলাহাট থানা পুলিশ। শনিবার ১৭ অক্টোবর দেশজুড়ে ৬ হাজার ৯১২টি বিট পুলিশিং এলাকায় এ সমাবেশের অনুষ্ঠিত হয়েছে। ভোলাহাট উপজেলার চারটি ইউনিয়নের সব বিটে পৃথক ভাবে একযোগে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যথা সময়ে ভোলাহাট থানা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে সদর ইউনিয়নে এসে শেষ হয়। পরে ইউনিয়ন পরিষদ চত্বরে অফিসার ইনর্চাজ মাহবুবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান, ভাইস চেয়ারম্যাদ্বয় গরিবুল্লাহ দবির, শাহানাজ খাতুন, ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ ইয়াজদানী জর্জ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আশরাফুল হক চুনু, জেলা আওয়ামীলীগ সাবেক সহ সভাপতি আব্দুল খালেক, জেলা পরিষদ সদস্য হোসনে আরা পাখি, পুলিশ ইন্সপেক্টর(তদন্ত) আনোয়ার হোসেন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গৃহীনি শাহাজাদি বিশ^াস, সাহেলা খাতুন, ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন, নুরুল ইসলাম, কলেজ শিক্ষার্থী নিপা খাতুন ও রেহনুবা আক্তার টিনাসহ অন্যরা। র‌্যালি ও সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন। র‌্যালি ও সমাবেশে অংশ গ্রহণকারীরা পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতন করাই এর মূল উদ্দেশ্য। র‌্যালি ও সমাবেশে স্ব-স্ব বিটের ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হয়। দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনতে পুলিশ পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করছে বলেও জানানো হয়। অপরদিকে গোহালবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান আব্দুল কাদের, এসআই আব্দুর রাজ্জাক, এএসআই জোবায়ের, প্যানেল চেয়ারম্যান আহম্মেদ শাহ নজিমুল( ইয়ারুল) সহ ইউপি সদস্য ও স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত থেকে কর্মসূচী পালন করেন। একই ভাবে পালিত হয় দলদলী ইউনিয়নে। সেখানে প্যানেল চেয়ারম্যান আব্দুল বারী ইউপি সদস্য সূধীসহ এসআই আব্দুস সালাম, এএসআই ইয়াসিনসহ অন্যরা উপস্থিত থেকে কর্মসূচী পালন করেন। জামবাড়ীয়া ইউনিয়নেও কর্মসূচী পালিত হয়।

Add img sm
Add img sm

আরও পড়ুন

%d bloggers like this: