চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বড় জামবাড়িয়ায় ফেনসিডিল সহ ২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ইউসুফ আলীর বাড়ির সামনের রাস্তায় অভিযানটি চালানো হয়।
আটককৃতরা হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার উনিশ বিঘির মনিরুলের ছেলে মিঠুন (২৫) ও বকো উপজেলার কয়লাবাড়ি এলাকার এনামুল হকের ছেলে জসিম (২৬)।
ভোলাহাট থানা পুলিশ গোপন সংবাদের সূত্রে বড় জামবাড়িয়ার ঐ এলাকায় অভিযান চালিয়ে ১২০ বোতল ফেনসিডিলসহ মিঠুন ও জসিমকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে একটা মামলা রুজু করা হয়েছে।