ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
ভোলাহাটে মৃত্যুজনিত কারণে দুটি শূন্যপদে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।
এর মধ্যে একটি দলদলী ইউনিয়ন পরিষদ এবং অপরটি চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের ২ নম্বর সাধারণ ওয়ার্ড।
ভোলাহাট নির্বাচন অফিসারের স্বাক্ষরিত ৩ নভেম্বরের গণ-বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম পুতুল মারা যাওয়ায় ১ অক্টোবর পদটি শূন্য ঘোষনা করা হয়। এ পদে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ নভেম্বর ,মনোনয়নপত্র বাছাই ১৭ নভেম্বর এবং ১৩ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ নভেম্বর। আগ্রহীরা সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত ৩ নভেম্বর হতে ১৫ নভেম্বর ছুটির দিনসহ ভোলাহাট নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র গ্রহণ করতে পারবেন।
অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের ২ নম্বর সাধারণ ওয়ার্ড(ভোলাহাটের জামবাড়ীয়া গোমস্তাপুরের চৌডালা ও শিবগঞ্জের দায়পুকুরিয়া ইউনিয়ন) এর সদস্য মারা গেলে পদটি শূন্য ঘোষণা করা হয়। এ পদে ভোট গ্রহণ করা হবে ১০ ডিসেম্বর। ১০ নভেম্বর এর পূর্বে জেলা নির্বাচন অফিস ও ভোলাহাট উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র নেয়া যাবে। অথবা নির্বাচন কমিশনের িি.িবপং.মড়া.নফ ওয়েব সাইডে সকাল ৯টা হতে বিকেল ৫টার পর্যন্ত গ্রহণ করা হবে। মনোনয়নপত্র দাখিল করার শেষ তারিখ ১০ নভেম্বর, বাছাই ১১ নভেম্বর, আপিল দায়ের ১২ থেকে ১৬ নভেম্বর ও আপিল নিস্পত্তি ১৫ থেকে ১৬ নভেম্বর।এ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ নভেম্বর এবং প্রতীক বরাদ্দ১৮ নভেম্বর।