ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ‘মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র’ স্লোগান নিয়ে ভোলাহাট উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে। ভোলাহাট থানা পুলিশের আয়োজনে ৩১ অক্টোবর শনিবার সকাল ১০ টার সময় ভোলাহাট থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান। তদন্ত অফিসার আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যন রাব্বুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগ ভোলাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ, ভোলাহাট সদর ইউনিয়ন চেয়ারম্যান ইয়াজদানি জর্জ, গোহালবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাদের, জামবাড়ীয়া ইউনিয়ন চেয়ারম্যান মুসফিকুর রহমান তারা, কমিউনিটি পুলিশিং ফোরামের সফাপতি ইখতেখার উদ্দিন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, আওয়ামীলীগ নেতা সাইফুল বিশ্বাস, গোহালবাড়ী ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, পুলিশ এবং জনগণ একযোগে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। এতে পুলিশিং অনেক সহজ হয়েছে। সমাজে অপরাধ প্রবণতাও কমে আসছে। উপজেলায় আগের চেয়ে আইনশৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে। কমিউনিটি পুলিশিং ফোরাম পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে আইনশৃঙ্খলা আরো উন্নত হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
ভোলাহাটে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত
