স্টাফ রিপোর্টার ঃ
ভোলাহাটে হাজারো তদবির করে এখনো নির্মিত হয়নি প্রটেকশন ওয়াল। বহুবছর সংস্কার হয়নি গুরুত্বপূর্ণ রাস্তাটিও। ভোলাহাট সদর ইউনিয়নাধীন ইমামনগর বাজারের দক্ষিণে অত্র গ্রামের কবরস্থানে যাওয়ার একমাত্র রাস্তা এটি।বর্ষা এলেই প্রতিবছর ভাঙে রাস্তাটি।জনগুরুত্বপূর্ণ রাস্তাটি মেরামত ও বর্ধিতকরণ এবং রাস্তার পাশে থাকা পুকুরটির পাড়ে একটি প্রটেকশন ওয়ালের জন্য দ্বারে দ্বারে ঘুরেছে গ্রামবাসী। সাবেক সাংসদ জিয়াউর রহমান এবং গোলাম মোস্তফা বিশ্বাসের নির্বাচনী প্রতিশ্রুতি থাকলেও পূরণ হয়নি গ্রামবাসীর দাবিটি। বর্তমান সাংসদ অালহাজ্ব অামিনুল ইসলামের কাছে মৌখিক অাবেদন করেছেন গ্রামবাসী। এদিকে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান অালহাজ্ব ইয়াজদানী জর্জকেও বলা হয়েছে বারংবার। তবে তিনি প্রতিবেদককে বলেন রাস্তা সংস্কার ও বর্ধিতকরণের কাজটি অচিরেই শুরু হবে এবং প্রটেকশন ওয়ালের জন্য চাহিদা দেওয়া হয়েছে।অবহেলিত এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটি দ্রুত যেন বাস্তবায়ন হয়ে ইমামনগর গ্রামের সরকারি গোরস্থানে যাওয়ার একমাত্র রাস্তাটি ব্যবহারের উপযোগী হোক এটায় প্রত্যাশা সকলের।
ভোলাহাটে এখনো নির্মিত হয়নি প্রটেকশন ওয়াল ও রাস্তার সংষ্কারঃস্থানীয়দের ক্ষোভ
