চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণে অনিয়মের অভিযোগ উঠেছে আনসার-ভিডিপি”র ভোলাহাট উপজেলা কমান্ডার (ভারপ্রাপ্ত) সামিউল ইসলামের বিরুদ্ধে। গত ১ নভেম্বর শুরু হওয়া ১০ দিন ব্যাপি এ প্রশিক্ষণে অনিয়ম, স্বজনপ্রীতি ও দূর্নীতির অভিযোগ এনে পরদিন উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমানের কাছে লিখিত অভিযোগ করেছেন অংশগ্রহণকারী কয়েকজন প্রার্থী।
অভিযোগে বলা হয়েছে ভোলাহাট সদর ইউনিয়নের ১ ও ৩ নং ওয়ার্ডের প্রশিক্ষণার্থী নেওয়ার কথা থাকলেও অনিয়ম ও স্বজনপ্রীতি করে যোগ্য প্রশিক্ষণার্থীদের বাদ দিয়ে ২ ও ৪ নং ওয়ার্ড থেকে প্রশিক্ষণার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ পাবার বিষয়টি শিকার করে জানান, দু-একদিনের মধ্যে প্রশিক্ষণ স্থানে নিজে গিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন।
অন্যদিকে আনসার-ভিডিপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা সামিউল ইসলাম জানান, তিনি অভিযোগের বিষয়টি অবগত এবং অভিযোগটি পুরোপুরি সত্য নয় । তার দাবী ১,২,৩ নং ওয়ার্ড থেকেই প্রশিক্ষণার্থী নেওয়া হয়েছে আর ৪ নং থেকে ২/৪ জন থাকতে পারে।
ভোলাহাটে অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণে অনিয়মের অভিযোগ
