নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে সোমবারের আগে বাংলাদেশি ব্যবসায়ীদের দেয়া অর্ডারের পিয়াজ প্রবেশের অপেক্ষায়। পেঁয়াজ আমদানিকারক মেসার্স এন্টারপ্রাইজের মালিক বিষয়টি নিশ্চিত করে জানান দুপুরে সোনামসজিদ জিরো পয়েন্টে উভয় দেশের ব্যবসায়ীদের মতবিনিময় শেষে আটকে পড়াা পেয়াজ বাংলাদেশে প্রবেশ করবে।এদিকে মহাদিপুর সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী ভূপতি মন্ডল জানান মহদীপুর বন্দরে আটকে পড়া পিয়াজের ট্রাকগুলো সোমবার সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেয়ার পর নতুন সিদ্ধান্ত অনুযায়ী আবারও ওই ট্রাকগুলো সীমান্তে অবস্থান করছে। বর্তমানে সোনামসজিদ বন্দরে প্রবেশের অপেক্ষায় একশ পিয়াজের ট্রাক বন্দরে দাঁড়িয়ে রয়েছে।
ভারতীয় সীমান্তে ফিরল পিঁয়াজবাহী ট্রাকঃচাইনবাবগঞ্জের সোনামসজিদ দিয়ে প্রবেশের অপেক্ষায়
