গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি ঃ করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া রহনপুর-রাজশাহী রুটে চলাচলকারী কমিউটার ট্রেন আজ বৃহস্পতিবার থেকে পুণরায় চালু হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় ট্রেনটি রহনপুরের উদ্দেশ্যে রাজশাহী রেলস্টেশন ত্যাগ করবে ট্রেনটি পূর্বের মত চলাচল করবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। গত সোমবার চাঁপাইনবাবগঞ্জ -২আসনের সাবেক সাংসদ জিয়াউর রহমান সচিবালয়ে রেলমন্ত্রীর নুরুল ইসলাম সুজনের সাথে সঙ্গে সাক্ষাত করলে তিনি ট্রেনটি দ্রুত চালুর নির্দেশ দেন। ট্রেনটি চালু হলে চাঁপাইনবাবগঞ্জ এলাকার বিশেষ করে নওগাঁর দুটি ও চাঁপাইনবাবগঞ্জের চারটি উপজেলার জনসাধারণ উপকৃত হবে। উল্লেখ্য. ট্রেনটি পুনরায় চালুর জন্য গত ২৩ সেপ্টেম্বর রহনপুর উন্নয়ন আন্দোলনের পক্ষ থেকে রেলমন্ত্রী কে একটি স্মারকলিপি প্রদান করা হয়। রহনপুর রেলওয়ে ষ্টেশন মাষ্টার মামুনুর রশীদ জানান. ট্রেনটি আগের নিয়মে যথাসময়ে চলাচল করবে রহনপুর উন্নয়ন আন্দোলনের মুখপাত্র নাজমুল হুদা খান রুবেল জানান,ট্রেন চালুর বিষয়ে রেলমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়িত হলে রহনপুর -রাজশাহী রুটে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ কিছুটা লাঘব হবে।
বৃহস্পতিবার চালু হচ্ছে রহনপুর -রাজশাহী রুটের কমিউটার ট্রেন
