চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশনের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে স্কাই ভিউ হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুল ইসলাম, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট, গাজীপুর।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম সভাপতি বিডিপিএ কেন্দ্রীয় কমিটি, নূর উর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব বিডিপিএ কেন্দ্রীয় কমিটি, মোঃআব্দুল্লাহ আল মামুন যুগ্ম মহাসচিব বিডিপিএ কেন্দ্রীয় কমিটি, মোঃ শাহ আলম (শাকিল), সাবেক ছাত্রলীগ নেতা ঢাকা আই,এইচ,টি।
প্রধান অতিথির বক্তব্যে জেসি এমপি করোনাকালে ফার্মাসিস্টদের সামনের সারিতে থেকে কাজ করার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন আপনাদের সাথে আমি আছি এবং আপনাদের যেকোন প্রয়োজনে আপনাদের পাশে আমাকে পাবেন। তিনি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য দোয়া চান এবং প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে দুর্নীতিমুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন।