শিবগঞ্জ প্রতিনিধি
:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীতে ডুবে বাদশা আলী (৩০) নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজের সাত ঘন্টা পরও তার সন্ধান পাইনি ফায়ার সাভিস। নিখোঁজ বাদশা উপজেলার মর্দনা চকটলা গ্রামের মোঃ মহসিন আলীর ছেলে।স্থানীয় ফায়ার সাভিস নিখোজ ব্যক্তির পরিবারেরর উদৃতি দিয়ে জানায়, সকালে ঘাস কাটার জন্য নৌকায় করে পদ্মার চরে যাচ্ছিলেন বাদশা আলী। পারঘোড়াপাখিয়ার পশ্চিমে পদ্মায় নৌকাটি ডুবে যায়। এ সময় অন্য যাত্রীরা তীরে উঠলেও বাদশা আলী স্রোতের তোড়ে তলিয়ে যান।শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সিরাজ উদ্দিন জানান, ঘটনাস্থলে তাদের এবং রাজশাহীর ডুবুরি দল নদীতে খোজাখুজি অব্যাহত রেখেছে। বেলা 2 টা পর্যন্ত বাদশাকে উদ্ধার করা সম্ভব হয়নি।