প্রেস বিজ্ঞপ্তি
চাঁপাইনবাবগঞ্জের নাচোল বরেন্দ্র প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। উপজেলা ভূমি অফিসের সামনে স্থায়ী কার্যালয়ে মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটি গঠিত হয়।
দৈনিক আমাদের অর্থনীতি,দৈনিক রাজশাহী সংবাদ ও দৈনিক চাঁপাই দৃষ্টির নাচোল প্রতিনিধি মো:জোহরুল ইসলাম জোহির কে সভাপতি এবং দৈনিক গণধ্বনি ও বাংলাদেশ সংবাদের নাচোল প্রতিনিধি মজিদুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে ৯( নয়) সদস্য বিশিষ্ট দু,বছর মেয়াদি নাচোল বরেন্দ্র প্রেসক্লাবের একটি কার্যকরি কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি কাইয়ুম আলী ( দৈনিক পূর্ব দেশ ও সাপ্তাহিক ভোলাহাট সংবাদ),যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম (দৈনিক একুশের বাণী), সাংগঠনিক সম্পাদক আরিফ আলী (দৈনিক ডেসটিনি), প্রচার ও প্রকাশনা সম্পাদক তারিমুল করিম তারেক (দৈনিক গণমুক্তি ও নোঙর ), কোষাধাক্ষ আশিফ খান (ডেইলি আওয়ার টাইম ও যুগান্তর টাইমস)। এছাড়া ও মামুন রেজা কে (কালের কাগজ) ও আনোয়ার হোসেন দৈনিক সুপ্রভাত) কে সদস্য ঘোষণা করা হয়। অন্যদিকে বরেন্দ্র প্রেসক্লাবের গঠনতন্ত্র ৭ (ক) অনুযায়ী নিয়ম শৃঙ্খলা ভঙ্গের দায়ে পূর্বের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে নাসিম আলী (সকালের সময়) কে স্থায়ী ভাবে বহিস্কার করা হয়েছে।
নাচোল বরেন্দ্র প্রেসক্লাবের নব গঠিত কমিটির সদস্যদের রাজনৈতিক ও সাংস্কৃতিক, সচেতনমহল ও শুভাকাঙ্কীরা স্বাগত জানিয়েছেন।