সর্বশেষ সংবাদ রামজানে পণ্যের দাম বেশি নিলে ব্যবস্থা-  ইউএনও শিবগঞ্জ  ভূমি ও গৃহহীনমুক্ত জেলা হলো  চাঁপাইনবাবগঞ্জ। রহনপুরে পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন সোনামসজিদে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণের স্থান জটিলতা নিরসন চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প নিয়ে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের প্রেসব্রিফিং এমপিওভূক্ত বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান কর্মসূচী চাঁপাইনবাবগঞ্জ ডিএনসি’র অভিযান \ ৪০ কেজি গাঁজাসহ আটক-২ আর্ন্তজাতিক বর্ণবৈষম্য দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন গোমস্তাপুরে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বাসায় হামলা ও ভাংচুরের অভিযোগ
Large Add

নাচোলে হিসাব রক্ষণ অফিসের অবহেলায় ৬ মাস থেকে পেনশনের টাকা বঞ্চিত এক প্রতিবন্ধি


নুরুল ইসলাম বাবু,নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গত ৬ মাস ধরে ঘুরেও পেনসনের টাকা না পাওয়ার অভিযোগ উঠেছে নাচোল উপজেলা হিসাব রক্ষণ অফিসারের বিরুদ্ধে। নাটোর ফায়ারসার্ভিসে কর্মরত এক ব্যক্তির মৃত্যুর পর তার বুদ্ধি প্রতিবন্ধি ছেলে দেলওয়ার হোসেন(৪৩) এ অভিযোগ করেছে উপজেলা হিসাব রক্ষণ অফিসার আব্দুল মতিন এর বিরুদ্ধে । তবে এ অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

বুদ্ধি প্রতিবন্ধি দেলোয়ার হোসেনের ছোট ভাই জাফর ইকবাল অভিযোগ করে জানান, তার পিতা মৃত শেখ সাম মোহাম্মাদ নাটোর জেলা সদর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর সাব-অফিসার হিসেবে কর্মরত ছিলেন। অবসর গ্রহনের পর গত ২০০৮ সালের ২২ মার্চ মৃত্যুর পর বিধিমোতাবেক তার স্ত্রী তোহমিনা বেগম,ওই পেনশনের টাকা পেয়ে আসছিলেন।
কিন্তু২০১৭ সালের ৫ অক্টোবর তোহমিনা বেগম মারা গেলে মৃতের এক বুদ্ধি প্রতিবন্ধি ছেলে দেলওয়ার হোসেনের নামে পিতার পেনশনের টাকা হকদার হন।বিধি মোতাবেক বুদ্ধিপ্রতি-বন্ধি’র নামে পেনশন ভাতা চালু করার জন্য নাটোর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অফিসে দেলোয়ার হোসেন আবেদন করেন। আবেদনের কাগজ পত্র উপজেলা হিসাব রক্ষণ অফিসে পৌছিলে হিসাব রক্ষণ কর্মকর্তা নিজে ও তার পিয়নকে দিয়ে প্রস্তাব দেন যে, পেনশনের টাকা এককালীণ উত্তোলনের জন্য প্রাপ্য ১ লাখ ৫৫ হাজার টাকার ৫০% উৎকোচ দিতে হবে। বুদ্ধি প্রতিবন্ধি’র ছোট ভাই জাফর ইকবাল ও তার ভাই দেলোয়ার হোসেন এ দাবী করেন ।
সেই সাথে হিসাব রক্ষণ অফিসার চলতি বছরের ২২ জানুয়ারী স্মারক নং ইউ.এ.ও/নাচোল/চাঁঁ.নবাবগঞ্জ/সা: যো:/৩৪৩ একটি চিঠি ইস্যু করেন, উপ-সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস নাটোর বরাবরে। প্রেক্ষিতে উপ-সহকারী পরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস নাটোর, ৫ ফেব্রুয়ারী (স্মারক নং ৫৮.০৩.৫০৬৯.০০২.১৩.০৩৪.১৭) বুদ্ধি প্রতিবন্ধি দেলওয়ারের ব্যাপারে একটি প্রতিবেদন দাখিল করেছেন। প্রতিবেদনে তিনি বুদ্ধি প্রতিবন্ধি দেলওয়ারের পেনশন চালুর ব্যাপারে কর্তৃপক্ষের কোন আপত্তি নেই বলেও জানিয়েছে। সেই সাথে গত বছরের ২৩ ডিসেম্বর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান এর স্বাক্ষরিত চিঠিতে বুদ্ধি প্রতিবন্ধি দেলওয়ারের অবসর ও চিকিৎসা ভাতা মঞ্জুরীর নির্দেশনা প্রদান করে।

এদিকে অভিযোগ আছে একের পর ্এক কাগজ পত্র চেয়ে বসেন হিসাব রক্ষণ অফিসার আব্দুল মতিন। সে সুবাদে প্রতিবন্ধির ছোট ভাই জাফর ইকবাল ব্যাংেকের চেক, উপজেলা সমাজ সেবা অফিসারের প্রত্যয়ন পত্র, ওয়ারিশান সার্টিফিকেট, নাগরিকত্বের সনদপত্র, পিতার পেনশানের কাগজ পত্রসহ সকল কাগজ পত্র প্রদানে সক্ষম হন।
কিন্তু এরপরও “হিসাব রক্ষণ কর্মকর্তার ঘুষের হিসাব না মেলায়”, বুন্ধিপ্রতিবন্ধির বিরুদ্ধে চলতি বছরের ২৩ ফেব্রুয়ারী একটি প্রতিবেদন দাখিল করেছেন “ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস হিসাব ভবন রাজশাহী বিভাগ”। ফলে বুদ্ধি প্রতিবন্ধি দেলওয়ার তার পিতার পেনশন গত ৬ মাস থেকে বঞ্চিত হচ্ছেন। বিষয়টি নিয়ে তার ছোট ভাই জাফর ইকবাল বিভিন্ন অফিসে দেনদরবার করতে গিয়ে ৬ মাস পর বিষয়টি জানতে পান।
এদিকে বিষয়টি নিয়ে পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু সম্প্রতি উপজেলা হিসাব রক্ষণ অফিসারের সঙ্গে দেখা করে ত্রুটিপন্ন কাগজপত্র দেখতে চাইলে হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল মতিন ত্রুটিপূর্ণ কাগজ পত্র না দেখিয়ে তার সাথেও অসৌজন্যমুলক আচরণ করেন।
এ ব্যাপারে হিসাব রক্ষন কর্মকর্তা আ.মতিনের সাথে এ প্রতিবেদক যোগাযোগ করলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য না করে বিষয়টি পাশ কাটিয়ে এড়িয়ে যান।তবে তার দাবীকৃত উৎকোচ চাওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি পূন: বিবেচনার জন্য উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তাকে বলা হয়েছে।

Add img sm
Add img sm

আরও পড়ুন

%d bloggers like this: