নাচোল প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রেল দুর্ঘটনায় এক অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে নাচোল উপজেলার ১নং কসবা ইউনিয়নের কাজলা গ্রামে।
নাচোল থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা জানান, আজ বেলা ১১ টায় খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটেযান, সেখানে গিয়ে দেখেন নাচোল রহনপুর সড়কের কালইর রেল ক্রসিং এর ১কি: মি: দক্ষিনে কাজলা নামক স্থানে ষাটউর্ধ্বে এক বৃদ্ধের লাশ রেল লাইনের পাশে পড়ে আছে। পরে জি আরপি পুলিশকে খবর দেয়া হলে আমনুরা ফাঁড়ির জিআরপি পুলিশ বৃদ্ধের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন, প্রত্যক্ষ দর্শীরা জানান বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি, তবে পুলিশের ধারনা ওই বৃদ্ধ ট্রেন থেকে পড়ে গিয়ে হইতো মারা গেছেন।
নাচোলে রেল লাইনের পাশে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
