,নাচোল
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মাধ্য দিয়ে ইলামিত্রের ৯৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
আজ রবিবার সকাল সাড়ে ১০টায় ইলামিত্র স্মৃতি পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে তে-ভাগা আন্দলনের নেত্রী ইলামিত্রের ৯৫তম জন্ম দিনের কেক কেটে উদ্বোধন করা হয়েছে। এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেয়র আব্দুর রশিদ ঝালু খান, নাচোল সরকারী কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুলতানা পাপিয়া, সমাজসেবা কর্মকর্তা আল গালিব, আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমন্বয়ক হাবিবুর রহমান, জেলা পরিষদ সদস্য রয়েল বিশ্বাস, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোজাম্মেল হক, নাচোল সরকারী কলেজের প্রভাষক সফিকুল ইসলাম, নাচোল থানার ওসি(তদন্ত) আব্দুল হান্নান, ইলামিত্র ও নাচোল গ্রন্থের রচয়িতা আলাউদ্দন আহম্মেদ বটু, ইলামিত্র সংসদ’র সভাপতি বিধান সিং ও ইলামিত্র স্মৃতি পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি তৌহিদুল ইসলাম। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশীত হয়।
নাচোলে রানী ইলামিত্রের ৯৫তম জন্মবার্ষিকী পালিত
