অনিক দেওয়ান , চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি
নাচোল
বাজারে তদারকিমূলক অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ ও আদায়
করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা
কার্যালয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলার নাচোল বাজারে এ অভিযান
চালানো হয়।
অভিযানে, মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ২টি মুদি
দোকানকে ২ হাজার করে মোট ৪হাজার টাকা এবং এক হোটেলে মূল্য তালিকা প্রদর্শন
না করার অপরাধে ২হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে
নেতৃত্ব দেন অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.
জহিরুল ইসলাম, নাচোল উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মোসা ফাতেমা খাতুন সহ
সংশ্লিষ্টরা।
জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নাচোল বাজারে
তদারকি করতে গিয়ে দেখা যায় কিছু দোকানে কোন মূল্য তালিকা নেই এবং মূল্যের
অসামঞ্জস্যতা।আবার কোন দোকানে চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আদা ইত্যাদি নিত্য
প্রয়োজনীয় পণ্যের ক্রয় ভাউচার না থাকার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ২টি
মুদি দোকান ও একটি হোটেল কে জরিমানা আরোপ ও আদায় এবং ব্যবসায়ীদের অতিরিক্ত
মুনাফালোভী না হতে বা ও মূল্যে কারসাজি না করতে সর্তক করা হয়।