নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রতিবন্ধীদের মাঝে সমাজ সেবা অফিসের উদ্যোগে হুইল চেয়ার ও চেক বিতরণ করা হয়েছে।
বৃহসপতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ক্যানসার, কিডনি রোগীদের মাঝে ৫০ হাজার টাকা মুল্যের চেক ও প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে চেক ও হুইল চেয়ার বিতরনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। এসময় পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, আমার বাড়ি আমার খামার এর সমন্বয়কারী হাবিবুর রহমান, কসবা ইউপি’র চেয়ারম্যান আজিজুর রহমান, নেজামপুর ইউপি’র চেয়ারম্যান আমিনুল হক,ও ফতেপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা সমাজ সেবা অফিসার আল গালিব।
উল্লেখ্য যে, ১৩ জন প্রতিবন্ধির মাঝে ১টি করে হুইল চেয়ার, ২জন অন্ধকে ২টি সাদাছড়ি, শ্রবণ প্রতিবন্ধির মাঝে ২টি হেয়ারিং মেশিন প্রদান, ৯ জন ক্যানসার ও কিডনী রোগীদের মাঝে ৫০ হাজার করে টাকা এবং ৬ জন অন্যান্য রোগীদের মাঝে সর্বমোট ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
নাচোলে প্রতিবন্ধিদের মাঝে সমাজ সেবার হুইল চেয়ার ও চেক বিতরণ
