নাচোল প্রতিনিধি ঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মৃত শিশুটি উপজেলার সদর ইউনিয়নের জোনাকি পাড়া গ্রামের মোঃ বাবুর আলীর কন্যা মোসাঃ আনিকা আঞ্জুমান (৫) । মৃতের পরিবার ও প্রতিবেশী সুত্রে জানা যায়, শুক্রবার ( 2 অক্টোবর) জুম্মার নামাজের সময় শিশুর পিতা জুম্মার নামাজ যাবার সময় বাড়ির পাশে থাকা খাদে পড়ে শিশুটি ডুবে মারা যায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে নাচোল সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে নাচোল থানার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নাচোলে পানিতে ডুবে শিশুর মৃত্যু
