নাচোল প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইস সুরক্ষা কর্মসুচির উদ্যোগে খেলাধুলা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের আন্ধরাইল গ্রামে বাল্য বিয়ে প্রতিরোধে কিশোর কিশোরীদের নিয়ে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। নারী দলের সভানেত্রী সাথী খাতুন এর সভাপতিত্বে পুরস্কার বিতরনী সভায় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মো. আতাউর রহমান, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইস সুরক্ষা কর্মসুচি প্রকল্পের জোনাল ম্যানেজার মোসা. সুফিয়া বেগম, ম্যানেজার সাদ্দাদ্জ্জুামান,ডেপুটি ম্যানেজার সামাউল ইসলাম,জলিলুর রহমান ও সেল্ফ অফিসার নিলুফা ইয়াসমিন, বিশিষ্ট সমাজ সেবক তাহের উদ্দিন তারা। পরে বাল্য বিয়ের কুফল নিয়ে একটি নাটিকা পরিবেশিত হয়।
নাচোলে খেলাধুলা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
