নাচোল প্রতিনিধিঃ
“মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় নাচোল থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে একটি রালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অফিসার ইনচার্জ সেলিম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রােেখউপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা,নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু,নাচোল সরকারি কলেজরঅফিসার ইনচার্জ (অধ্যক্ষ) হাফিজুর রহমান,নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান,উপঝেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক মতিউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু,জেলা পরিষদের সদস্য রয়েল বিশ্বাস, ফতেপুর ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মজিবুর রহমান, , নেজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিআহম্দে আল শহীদ জুয়েল। এছাড়া উপস্থিত ছিলেন ইউপি সদস্য, পৌর কাউন্সিলরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
নাচোলে কমিউনিটি পুলিশিং ডে পালিত
