নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার শ্রীরামপুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল মোজাহেদীন (জেমমবি)’র ২ জন সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব। আটককৃতরা হচ্ছে শ্রীরামপুরে ফজর আলী মন্ডলের ছেলে কামাল উদ্দিন (৫০) ও কামাল উদ্দিনের ছেলে রুবেল আহমেদ রুবেল (২৬)।
এ সময় ৩ টি উগ্রবাদী বই, ৩৯ টি উগ্রবাদী লিফলেট ও একটি চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করে র্যাব।
বুধবার রাত 10 টার দিকে র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করলেও একই দিন ভোর ৪ টার দিকে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর একটি দল নাচোল উপজেলার শ্রীরামপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে উগ্রবাদী বই, লিফলেট ও একটি চাঁদা আদায়ের রশিদসহ জেএমবি’র ২ জন সক্রিয় সদস্যকে আটক করে।
এ ঘটনায় নাচোল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নাচোলে উগ্রবাদী লিফলেটসহ জেএমবি’র ২ সদস্য আটক
