সর্বশেষ সংবাদ রামজানে পণ্যের দাম বেশি নিলে ব্যবস্থা-  ইউএনও শিবগঞ্জ  ভূমি ও গৃহহীনমুক্ত জেলা হলো  চাঁপাইনবাবগঞ্জ। রহনপুরে পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন সোনামসজিদে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণের স্থান জটিলতা নিরসন চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প নিয়ে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের প্রেসব্রিফিং এমপিওভূক্ত বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান কর্মসূচী চাঁপাইনবাবগঞ্জ ডিএনসি’র অভিযান \ ৪০ কেজি গাঁজাসহ আটক-২ আর্ন্তজাতিক বর্ণবৈষম্য দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন গোমস্তাপুরে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বাসায় হামলা ও ভাংচুরের অভিযোগ
Large Add

নাইন ইলেভেন প্রতিরোধে ট্রাম্পের পক্ষে ভোট চাইলেন লাদেনের ভাতিজি

আরেকটি নাইন ইলেভেন প্রতিরোধে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে আবারও ভোট দিতে বললেন লাদেনের ভাতিজি নূর বিন লাদেন। স্পুটনিক ও আরটির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রকে ‘সেকেন্ড হোম’ হিসেবে অভিহিত করে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন ও ভোট দিতে বলেন ওসামা বিন লাদেনের ভাতিজি। তার অভিযোগ আইএসের প্রসার ঘটেছে ওবামা-বাইডেনদের আমলে। ট্রাম্প দেখিয়েছেন বিদেশি হুমকির হাত থেকে তিনি যুক্তরাষ্ট্র এবং আমাদের রক্ষা করতে চান।

সুইজারল্যান্ডে অধিকাংশ সময় থাকেন ট্রাম্পের এই সমর্থক। খুব কমই যান যুক্তরাষ্ট্রে। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ লেখা হ্যাট নূরের মাথায় এর আগেও দেখা গেছে। তিনি বলেন, আমি সেই ২০১৫ সাল থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থক, লোকটার স্থিরসঙ্কল্পের প্রশংসা করি আমি। নভেম্বরের নির্বাচনে তাকে অবশ্যই আবার নির্বাচিত হতে হবে। আইন নিয়ে পড়ালেখা শেষ করে নূর ব্যবসায়ী হিসেবে ক্যারিয়ার গড়েছেন। নূরের বোন ওয়াফাহ ডুফুর সুইজারল্যান্ডের পরিচিত গায়িকা। ৯/১১’র মাস্টার মাইন্ড ওসামা বিন লাদেন তার কর্মকাণ্ডের জন্য বিশ্বজুড়ে সমালোচিত হলেও এই সৌদি পরিবারের অন্যরা শান্তিপূর্ণ জীবন-যাপনই করছেন।

নিউইয়র্ক পোস্টকে নূর এও বলেন রিপাবলিকানদেরই হোয়াইটহাউসে থাকতে হবে। যুক্তরাষ্ট্রে ইসলামের চরমপন্থার বিকাশ হচ্ছে এমন দাবি করে নূর বলেন এটি প্রতিরোধে ট্রাম্পই উপযুক্ত ব্যক্তি। তাকে প্রেসিডেন্ট নির্বাচন করলে সন্ত্রাস দমন সম্ভব হবে।

ট্রাম্পের সমালোচকদের সমালোচনা করে নূর বলেন তাদের একজন সিনেটর ইলহান ওমর যুক্তরাষ্ট্রকে সক্রিয়ভাবে ঘৃণা করছে।

শুধু যুক্তরাষ্ট্র নয় পশ্চিমা সভ্যতার নিরাপত্তার জন্যেও ট্রাম্পকে নির্বাচিত করা উচিত বলে মন্তব্য করেন নূর। তিনি বলেন বামপন্থীরা ইসলামী চরমপন্থীদের সঙ্গে এক হয়েছে এবং এটা খুবই উদ্বেগজনক।

Add img sm
Add img sm

আরও পড়ুন

%d bloggers like this: